Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশ জুড়ে চলছে শীতের দাপট। কনকনে ঠান্ডা হাওয়ায় জনজীবনে ছন্দপতন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
শীতের সকালে বেশ বেগ পেতে হচ্ছে কর্মজীবীদের। মানবেতর দিন কাটাচ্ছেন, ছিন্নমূল মানুষ। শহরের তুলনায় গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি। বিভিন্ন হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা।
ঘন কুয়াশার কারণে সড়কে হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন।
এদিকে পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে প্রায় প্রতিদিনই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ভোররাতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখছে কর্তৃপক্ষ। এতে নদী পারের অপেক্ষায় শতশত যানবাহন ঘাটে আটকা পড়ছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.