জুমবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয়, ভুল করলে পস্তাতে হবে। সর্বস্তরের নেতা-কর্মীদের জনগণের পাশে থাকতে হবে।
রবিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনা সভায় নেতাকর্মীদের এই নির্দেশনা দেন তিনি।
তারেক রহমান বলেন, গত কয়েক মাস থেকে বলছি সামনের নির্বাচন যত সহজ ভাবছেন তত সহজ নয়। আপনারা মনে মনে যতই বড়াই করুন আরে বিএনপির তো শাখা-প্রশাখা গ্রাম পর্যন্ত আছে, অন্যদের কি আছে? কিন্তু তারপরেও জনগণ ম্যাটারস (আসল শক্তি)। কারণ জনগণ হচ্ছে আমাদের সমর্থন, জনগণ হচ্ছে আমাদের শক্তি। জনগণ সাথে না থাকলে কি হয় সেটা ৫ আগস্ট বুঝিয়ে দিয়েছে। কাজেই আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা বুঝিয়ে দেবে। তখন কিন্তু আমাদের পস্তাতে হবে, তখন কিন্তু হায় হুতাশ করতে হবে।
এসময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান দৃঢ়তার কণ্ঠে বলেন, এখনো সময় আছে…আসুন, আসুন, আসুন, আমরা জনগণের পাশে থাকি, জনগণের সাথে থাকি।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি এমন কিছু করে যা আপনাকে-আমাকে-দলকে ক্ষতিগ্রস্ত করে, আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আমরা কে ছোট নেতা, কে গ্রামের নেতা, কে ইউনিয়নের নেতা, কে বড় নেতা, কে বিভাগীয় নেতা, কে কেন্দ্রীয় নেতা বিষয়টা এমন নয়। বিষয়টি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।
রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে আমাদের একটি শপথ হোক- জনগণ যেন বুঝে জনগণ যেভাবে চায় আমরা সেইভাবেই তাদের প্রত্যাশা অনুযায়ী পাশে আছি। এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা।
বিএনপির নেতা-কর্মীদের ১৭ বছরের নির্যাতন-নিপীড়ন, মামলা-কারাভোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামের বিভিন্ন মিথ্যা-গায়েবি মামলা আছে। শুধু মাত্র জুলাই-আগস্ট মাসে যে আন্দোলনে বিএনপিরই প্রায় ৫‘শ মতো নেতা-কর্মী শহীদ হয়েছেন, শত হাজারের মতো নেতাকর্মী বিভিন্নভাবে আহত হয়েছেন। বিএনপির নেতাকর্মীরা যারা অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন ওই (আওয়ামী লীগের আমলে মোটর শোডাউন) মোটর সাইকেলের বহরের যারা তারা কি অত্যাচার নির্যাতন সহ্য করেছে? অবশ্যই নয়। সারাদেশে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার যত কর্মী-সৈনিক আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ- দয়া করে ওই মোটর সাইকেল ওয়ালাদেরকে দলে ভিড় করতে দেবে না।
তারেক রহমান বলেন, নিজেকে যত বড় মনে করি না কেন, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় এবং নাম বলব না কিছু কিছু রাজনৈতিক শক্তি, ছোট-বড় হোক না কেন, তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে এই মোটর সাইকেল ওয়ালাদের কিছু কাজকর্মের কারণে আমাদের নেতা-কর্মীদের যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে এই ব্যাপারে সতর্ক ও শক্ত হতে হবে।
আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমিনুল হক, যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, কবি আবদুল হাই শিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ বক্তব্য রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।