তাকী জোবায়ের: আন্তঃব্যাংক লেনদেনে দেশে ইতিহাসের সর্বোচ্চ দরে উঠেছে মার্কিন ডলার। আগামী জুলাই-ডিসেম্বর মুদ্রানীতিতে যখন ডলারের একক রেট বেধে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তখনই রেকর্ড ছুলো ডলার।
বৃহস্পতিবার ১৫ জুন আন্তঃব্যাংকে ১০৯ টাকায় ডলার লেনদেন হয়েছে। এর আগে গত ৫ জুন ডলারের দর উঠেছিল ১০৮ টাকা ৮০ পয়সা পর্যন্ত। এদিকে আবারো কমে গেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
আমদানি নিয়ন্ত্রণের কারণে বাণিজ্য ভারসাম্য ও চলতি হিসাবের ঘাটতি গত অর্থবছরের তুলনায় ভাল হওয়ার মধ্যেই ব্যাংকগুলো নিজেদের মধ্যে রেকর্ড দামে ডলার বিক্রি করেছে বৃহস্পতিবার।
এদিকে পরিস্থিতি সামাল দিতে বিপুল ডলার বিক্রি করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ ব্যাংক। যে কারণে চাপ পড়েছে রিজার্ভেও। আইএমএফ-এর শর্ত অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলয়ন ডলারে নেয়ার লক্ষ্যে দৈনিক সর্বোচ্চ ডলার বিক্রির সীমা ৬ কোটির মধ্যে বেধে রাখার সিদ্ধান্ত নিয়েও সেখান থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবারও বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ৬ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে। এর ফলে বৃহস্পতিবার রিজার্ভ কমে ২৯ দশমিক ৮৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগে ৯ মে দেশে রিজার্ভ ছিল ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।
আন্তঃব্যাংকে ডলারের দাম বেড়ে যাওয়ায় স্বাভাবিক কারণেই লেনদেন ব্যয়ও বাড়বে। কারণ, ডলারের দরের সঙ্গে ব্যাংক গ্রাহকের কাছ থেকে কমিশন আকারে ১০ থেকে ৫০ পয়সা পর্যন্ত যোগ করে। ফলে গ্রাহক পর্যায়ে ডলারের দর আরো বাড়ে। এতে পণ্য আমদানি ব্যয় বেড়ে গিয়ে মূল্যস্ফীতি আরো বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
বর্তমানে আমদানি, রপ্তানি, রেমিটেন্স ও নগদ বিক্রিতে ডলারের দর ভিন্ন ভিন্ন। ঋণের শর্ত হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর পরার্মশ রয়েছে বৈদেশিক মুদ্রার একাধিক দর না রেখে একক দর নির্ধারণ করার। পরামর্শ মেনে আমদানি, রপ্তানি, রেমিটেন্স ও নগদ কেনাবেচায় বিদেশি মুদ্রার একাধিক বিনিময় হারকে একটিতে নামিয়ে আনার প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ১৮ জুন মুদ্রানীতির ঘোষণায় বিনিময় হার নির্ধারণের পদ্ধতি এবং তা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত থাকবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্ত্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৬ মে প্রথমবারের মতো আন্ত:ব্যাংকে ডলারের দর উঠেছিল ১০৮ টাকা ৫০ পয়সা। এরপর সামান্য কিছু বেড়ে ১০৮ টাকা ৭০ পয়সা পর্যন্ত উঠে ফের ১০৮ টাকা ৫০ পয়সায় নেমে অবস্থান করছিল মে মাসের শেষের দিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।