আন্তর্জাতিক ডেস্ক : অ্যান্ডি ওয়ারহলের আঁকা হলিউড আইকন মেরিলিন মনরোর একটি বিখ্যাত চিত্রকর্ম নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। বিংশ শতাব্দীর কোনো শিল্পকর্ম কখনো এত দামে বিক্রি হয়নি।
বিবিসি জানিয়েছে, চিত্রকর্মটি বিক্রি হয়েছে ১৯ কোটি ৫০ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৬৮৮ কোটি ৯৯ লাখ ৯ হাজার ৪০০ টাকা।
গ্ল্যামারাস হলিউড তারকা মনরোর একটি বিখ্যাত আলোকচিত্রের ওপর ভিত্তি করে তার মৃত্যুর দুই বছর পর ১৯৬৪ সালে ওয়ারহল এঁকেছিলেন ছবিটি। এর শিরোনাম ‘শট সেইজ ব্লু মেরিলিন’। নিলামের মাত্র চার মিনিটেই ছবিটি বিক্রি হয়ে যায়।
কোনো আমেরিকান শিল্পকর্মের জন্যও এটা এ যাবতকালের সর্বোচ্চ মূল্য। কয়েক শতাব্দী আগের মাস্টার পেইন্টারসহ শিল্পের বাজারের সবচেয়ে দামি চিত্রকররা মূলত ইউরোপের।
নিউ ইয়র্কের ক্রিস্টি’জ নিলাম ঘরের এই নিলাম থেকে বিলাসবহুল শিল্পকর্মের বাজারের পরিস্থিতি বোঝা যাবে বলে মনে করা হচ্ছিল। নিলামের আগে ক্রিস্টি’জ কর্তৃপক্ষ বলেছিল, ‘এটি বিদ্যমান চিত্রকর্মগুলোর মধ্যে সবচেয়ে বিরল ও উচ্চমার্গীয়গুলোর একটি। এর বিক্রয়মূল্য হবে ২০ কোটি ডলারের ঘরে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।