সর্বোচ্চ ২০ হাজার টাকা ছাড়ে ফোন কেনার সুযোগ

শাওমি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: শাওমির একাধিক ফ্ল্যাগশিপ ফোন কেনা যাচ্ছে ২০ হাজার টাকা ছাড়ে। চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি বাংলাদেশের মার্কেটে অক্টােবর ফেস্ট উদযাপন করছে। এই উপলক্ষে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট মডেলের স্মার্টফোনে বিশেষ ছাড় ঘোষণা করেছে।

বর্তমানে শাওমির জনপ্রিয় মডেল ১২ প্রো, ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ফোনটির বাজার মূল্য ১ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা। ২০ হাজার টাকা ছাড়ে ফোনটি কেনা যাচ্ছে মাত্র ৮৯ হাজার ৯৯৯ টাকায়। একই মডেলের ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ফোনটির বাজার মূল্য ৯৯ হাজার ৯৯৯ টাকা, ছাড় দিয়ে ফোনটি বিক্রি হচ্ছে ৭৯ হাজার ৯৯৯ টাকায়।
শাওমি
৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের রেডমি ১০ ফোনের বর্তমান বাজার মূল্য ১৮ হাজার ১৯৯ টাকা হলেও ফেস্ট উপলক্ষে ফোনটি কেনা যাবে ১৭ হাজার ৪৯৯ টাকায়। একই মডেলের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ছাড়কৃত মূল্যে ২০ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, জনপ্রিয় রেডমি সিরিজের নোট ১১ এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ফোনটি ১ হাজার টাকা কমে ১৯ হাজার ৫৯৯ টাকায় বিক্রি হচ্ছে। শাওমি এন্ট্রি-লেভেল ফোন রেডমি ১০এ ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে ১ হাজার টাকা ছাড়ে ১১ হাজার ৪৯৯ টাকায়।

১০ কোটি ফলোয়ার কমলো খোদ মার্ক জাকারবার্গের!