বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট অত্যাবশ্যক। তবে পাসপোর্ট সাইজের ফটো তোলা একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে। তবে ইতিবাচক বিষয় হচ্ছে আপনি নিয়ম এর দিকে খেয়াল রাখলে ঘরে বসেই পাসপোর্ট সাইজের ফটো প্রিন্ট করতে পারবেন।
পাঁচটি বেসিক বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।
- সর্বশেষ ছয় মাসের মধ্যে তোলা একটি কালার ফটো সাবমিট করতে হবে
- মুখের স্পষ্ট ছবি হতে হবে
- সেলফি হলে হবে না
- চশমা পরা যাবে না
- পেছনের ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে
ছবিটি তোলার জন্য ভালো মানের ক্যামেরা লাগবে। ভালো মানের স্মার্টফোন হলেও চলবে। কক্ষে যেন পর্যাপ্ত আলো থাকে সেদিকে খেয়াল রাখবেন। পেছনের ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয় এটা নিশ্চিত করুন।
যে ব্যক্তির ছবি তোলা হবে সে টুপি চশমা পড়তে পারবে না। দেয়ালে যেন তার ছায়া পড়ে সেদিকে খেয়াল রাখবেন। সোজা হয়ে ক্যামেরার দিকে তাকাতে হবে। ক্যামেরা ব্যক্তির খুব নিকটেও থাকবে না আবার খুব বেশি দূরেও থাকবে না।
ক্যামেরাটি ব্যক্তি থেকে ১.২৫ মিটার দূরে থাকাটাই যথেষ্ট। পোর্টেট লেন্স সব থেকে উপযোগী হবে। ক্যামেরার শাটার স্পিড দ্রুত হতে হবে এবং অ্যাপাচার যত কম হবে তত উত্তম। ফটোর সাইজ লম্বায় হবে ২ ইঞ্চি এবং চওড়া হবে ২ ইঞ্চি।
ছবির কোয়ালিটি খুব ভালো হলে এক ইঞ্চি সমান ৩০০ ডট বা ৩০০ পিক্সেল ধরা হয়। চোখের নিচের অংশ যেন ফ্রেমের মাঝে থাকে এটি নিশ্চিত করুন। ইন্টারনেটের ফটো টুল দিয়ে আপনি ছবি আপলোড করে প্রিন্টের জন্য রেডি করতে পারবেন। ইউএসডিপি ফটো টুল ব্যবহার করতে পারেন যা ছবিটি অটোমেটিক ক্রপ করে রেডি করে দিবে।
ইন্টারনেটে বেশ কিছু পাসপোর্ট ফটো অ্যাপ পাওয়া যায় এবং এদের বেশ কয়েকটি আছে যা খুবই ভালো কাজ করে। প্রিন্ট করার জন্য আপনার বাসায় অবশ্যই কালার প্রিন্টার থাকতে হবে এবং সেখানে যেন পর্যাপ্ত কালি থাকে সেটা নিশ্চিত করুন। আপনি এভাবে ঘরে বসেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন এবং সরকারি সকল কাজে তা ব্যবহার করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।