জুমবাংলা ডেস্ক : পার্বত্য চট্টগ্রাম, ঢাবি-জাবি এবং রাজধানীসহ দেশজুড়ে সহিংসতা ও হতাহতের ঘটনায় দ্রুত বিচার দাবি করেছেন ৪৫ বিশিষ্ট নাগরিক ও সংগঠন। এই ধরনের ঘটনা প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।
শনিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন বিশিষ্ট ৪৫ নাগরিক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহম্মেদকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা এবং ২০ সেপ্টেম্বর রাজধানী ঢাকার মোহাম্মদপুরে পিটিয়ে ও কুপিয়ে ৩ জনকে হত্যা করা হয়। দেশব্যাপী এরকম আরো অনেক নৃসংশতার ঘটনা ঘটেছে। এসকল ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এহেন অবস্থায় দেশের প্রতিটি মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এই ঘটনায় ৪৫ বিশিষ্ট নাগরিকের পাশাপাশি নারীপক্ষ, উদীচী শিল্পগোষ্ঠী সরকার ও প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও তাদের ন্যায় বিচার, সকল অভিযুক্তকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের নাগরিকদের নিরাপত্তা ও পাহাড়ে সহিংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।