বিনোদন ডেস্ক : সাংবাদিকের ফোন ছিনিয়ে নেওয়া ও মারধরের ঘটনায় বলিউড সুপারস্টার সালমান খানের (Salman Khan) বিরুদ্ধে জারি হওয়া সমনে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বম্বে হাইকোর্ট ৫ মে পর্যন্ত এ আদেশ দেয়।
একই মামলায় নিম্ন আদালত ব্যক্তিগতভাবে হাজিরার বিষয়ে ৯ মে পর্যন্ত সালমানকে অব্যহতি দিয়েছে বম্বে হাইকোর্ট।
২০১৯ সালে সালমান ও তার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সাংবাদিক অশোক পাণ্ডে। তার দাবি, ওই বছরের এপ্রিলে সাইকেল চালিয়ে মুম্বাইয়ের রাস্তা দিয়ে যাচ্ছিলেন সালমান। তার ছবি ও ভিডিও করায় বিরক্ত হন অভিনেতা।
অনুমতি না নিয়ে কেন ছবি তুলছেন? এই প্রশ্ন তুলে সালমানের নিরাপত্তারক্ষীরা অশোককে মারধর করেন। পরে সালমানও নাকি মারধর করেছেন। একইসঙ্গে অশোকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে আদালতে সালমানের আইনজীবী জানান, সালমান নাকি সাংবাদিককে একটি শব্দও বলেননি। পুলিশের কাছে দায়ের অভিযোগে উল্লেখ করা কোনও অভিযোগ নেই তার মক্কেলের?
এরপর ওই সাংবাদিকের আইনজীবীর কাছ থেকে সঠিক উত্তর না পাওয়ায় সালমানে সমনের স্থগিতাদেশ ও নিম্ন আদালত হাজিরার তারিখ পিছিয়ে দিয়েছে বম্বে আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।