জুমবাংলা ডেস্ক: রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভোলা-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী (শাওন) এমপির পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী-সমাজসেবক আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী আজ বুধবার ভোর ৪টা ২৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ১১ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার রমনা মধুবাগ মাঠে প্রথম জানাজা এবং সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এ দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টার যোগে নিজ মাতৃভূমি লালমোহন এর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে লালমোহন তৃতীয় জানাজা শেষে, তার শেষ ইচ্ছা অনুযায়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বাবার মৃত্যুকালে, আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি সরকারি সফরে ইংল্যান্ডে অবস্থান করছিলেন, বাবা মৃত্যুর খবর শুনে সাথে সাথে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরীর মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রিয়েলে এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)।রিহ্যাব পরিচালনা পর্ষদের পক্ষে মরহুম নুরুল ইসলাম চৌধুরী এর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ও তার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।