Advertisement
জুমবাংলা ডেস্ক : সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মঙ্গলবার দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ল্যাবে এমপির করোনা পজিটিভ আসে। এর আগে গতকাল সোমবার শ্বাসকষ্ট অনুভব করায় তিনি দুপুরে সিএমএইচে ভর্তি হয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করে এমপির ব্যক্তিগত সহকারী কয়েছ মিয়া বলেন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। মানসিক এবং শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন। তিনি সবার কাছে দোয়া প্রার্থী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।