সাই পল্লবী একজন ভারতীয় অভিনেত্রী। উপমহাদেশে তার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। ফিল্ম শুটিং থেকে শুরু করে কাজকর্মে শৃঙ্খলা রক্ষা করা ও কাজকে ভালোবাসা এবং একজন নিবেদিত প্রাণ হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন।
শুধু বলিউড নয় হলিউডের অনেক নায়ক-নায়িকা সিনেমার অভিনয় করা শেষ হলে কোটি টাকা দাবি করে। টাকা পেলে রাডারের বাহিরে চলে যান তারা। এতো সহজে তাদেরকে পাওয়া যাবে না। অভিনয়ের পর সিনেমার প্রচারে তাদের আর তেমন দেখা যায় না।
তবে অনেক শীর্ষ মানের অভিনেতা ও অভিনেত্রীর সাই পল্লবী থেকে শেখার অনেক কিছু আছে। তিনি অভিনয় করেই কাজ শেষ করে দেন না বরং সিনেমার প্রচারে তার মূল্যবান সময় ব্যয় করে।
সাধারণত অভিনেতা ও অভিনেত্রীরা অনেক চাপ ও অনুরোধের পরে কয়েকটা এক্সক্লুসিভ এবং গ্রুপ ইন্টারভিউয়ের জন্য এক বা দুই দিন সময় দিতে পারে। তবে সাই পল্লবী বিরাট পারভম সিনেমার প্রচারের জন্য ১৫ দিনেরও বেশি সময় কাটিয়েছেন। যেটা বর্তমানে খুব একটা প্রচলিত নয়। একজন প্রতিভাবান অভিনেত্রী হিসেবে সাই পল্লবী নিবেদিত প্রাণ হয়ে সিনেমার জন্য বাড়তি সময় দিচ্ছেন।
সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি কখনই তারকা হিসবে নিজের দাম্ভিকতা দেখান না। একবার শুরু করার পর, তিনি পোশাক পরিবর্তন ছাড়াই ৪ থেকে ৫টি সাক্ষাৎকার দিতে থাকেন। এতে প্রমাণিত হয় তিনি নিজের কাজের প্রতি কতটা মনোযোগী।
তিনি কখনই তার নারী কর্মীদের গহনা সহ অন্য জিনিস ব্যবহার করেন না। নিজের যা আছে তা নিয়ে কাজ করেন। তিনি একজন ব্যক্তিগত সহকারী সাথে রাখেন যে তার প্রয়োজনের যত্ন নেন এবং মেক আপ এ সাহায্য করে।
বিরাট পারভমের প্রযোজক তার নিবেদনের জন্য বেশ খুশি এবং সিনেমা শিল্পে তার অবদনা নিয়ে ইতিবাচক কথা বলেছেন। মেধা, বিনয় এবং কঠোর পরিশ্রম দিয়ে তিনি একজন সেরা অভিনেত্রী হিসেবে মানুষের মন জয় করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।