জুমবাংলা ডেস্ক : বাসায় মা*দক রাখার অভিযোগে রাজধানীর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় তেজগাঁওয়ের বাসা থেকে তাকে আটক করে র্যাব-২ কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাবাদে র্যাবের কাছে লোকমান জানিয়েছেন, আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি, ঢাকা মহানগর যুবলীগের যুগ্ম-সম্পাদক ডিএনসিসির ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মহিদুল হক ওরফে সাঈদ কাউন্সিলরের সঙ্গে তার যোগাযোগ ছিলো।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে র্যাব-২-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
লোকমান হোসেন ভূঁইয়া বিসিবি পরিচালক আর যুবলীগ নেতা সাঈদ বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। ক্যাসিনো-বাণিজ্যে জড়িত সাঈদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলরও। তার বিরুদ্ধে চাঁ*দাবাজি ও টেন্ডারবাজিসহ একাধিক অভিযোগ আছে।
র্যাব-২-এর অধিনায়ক বলেন, ‘বুধবার রাতে লোকমানের মণিপুরী পাড়ার বাসায় অভিযান চালানো হয়। সেখানে পাঁচ বোতল বিদেশি ম*দ পাওয়া যায়। অনুমোদন ছাড়াই এই ম*দ অবৈধভাবে বাসায় রেখেছিলেন তিনি। তাছাড়া তার ম*দপানের অনুমোদনও নেই। এ কারণে তাকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘লোকমান হোসেন ভুঁইয়াকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকালে তাকে জিজ্ঞাসাবাদ শেষে তেজগাঁও থানায় হ্যান্ডওভার (হস্তান্তর) করা হবে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নিচ্ছে র্যাব।’
প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে রাজধানীর বিভিন্ন এলাকার ক্যাসিনোগুলোতে অভিযান শুরু করেছে র্যাব। অভিযানে ইতোমধ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, যুবলীগ নেতা জি কে শামীম, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা ও কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজসহ বেশ কয়েকজনকে অ*স্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। এছাড়া উদ্ধার করা হয়েছে নগদ টাকা, ম*দ, বি*য়ার, ই*য়াবা ও ক্যাসিনো খেলার সরঞ্জাম।
র্যাবের সাঁড়াশি অভিযানে ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাব, বনানীর গোল্ডেন ঢাকা বাংলাদেশ, গুলিস্তানের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং মতিঝিলের আরামবাগে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে চালানো ক্যাসিনো সিলগালা করে দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।