সাকিবকে হত্যার হুমকি দিয়ে যা বলেছিলেন মহসিন (ভিডিও)

জুমবাংলা ডেস্ক : ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে সিলেটের এক যুবক। কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধনের অভিযোগ এনে তাকে এ হুমকি দেওয়া হয়।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টা ৬ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার ঘোষণা দেন ওই যুবক।

‘মহসিন তালুকদার’ নামে একটি ফেসবুক আইডি থেকে এ ঘোষণা দেয়া হয়। তবে আইডির ওই যুবকের বাড়ি সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা এলাকার মইয়ারচর বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভিডিওতে প্রথমে মাথায় টুপি পরে ফেসবুক লাইভে এসে সালাম প্রদর্শন করে ওই যুবক বলেন, ‘আমি দিনে একটু বাইরে গেছিলাম। রাতে বাড়িতে ফিরে টাইমলাইন চেক করে দেখি আমাদের দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান বলে পূজা উদ্বোধন করেছে। হজ করার সময় তো মাশাল্লাহ বলেছিলাম। এখন কি বলবো? সে পূজা উদ্বোধন করে মুসলমানদের কতটুকু আঘাত করেছে তা স্ল্যাং ব্যবহার না করলে বুঝানো যাবে না।’

পরে তিনি টুপি খুলে একের পর এক গালি দিতে থাকেন। তিনি বলেন, সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার। তার পেইজে কোটি কোটি ফ্যান-ফ্লোয়ার থাকতে পারে কিন্তু আমি না। সে চরম একটা বিয়াদবি করেছে। কয়েকদিন আগে কতবড় একটা ঘটনা ঘটেছে। এর আগেও একবার ঘটনা ঘটেছে। খুব কষ্ট লাগছে।

সে কি করতে চায়? সে তো এসেছে করোনার মধ্যে। এসে ১৪ দিন কোয়ারেন্টাইন থাকতে পারতো। তারপর বের হতো। তা না, রাত পোহাতেই ইন্ডিয়া। এ কথা বলেই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ওই যুবক।

এ সময় হাতে বড় একটি ছুরি নিয়ে তিনি বলেন, তুই দেশে আয়, তোর জন্যে এই ছুরি রেখে দিলাম। দেখি তোরে রিসিভ করে কে? আমি মহসিন তালুকদার, ইসলামের জন্যে যদি মরতে হয় আমি শাহাদাত বরণ করবো।

https://youtu.be/mt-k-l67Kik