স্পোর্টস ডেস্ক : এই প্রথম জুনিয়র টাইগাররা কোন সিরিজ খেলতে ইংল্যান্ডে। ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আজ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিরুদ্ধে মাঠে নেমেছে। টস জিতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আগে ব্যাট করছে।
টাইগার মিডিয়াম পেসার তানজিম হাসান সাকিবের বলে টপ-অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা ইংলিশ শিবিরে আবার আঘাত আনলেন মৃত্যুঞ্জয় চৌধুরি। ৮৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
ষষ্ঠ উইকেটের পতনের পর জুটি গড়েন ইংল্যান্ডের লুইস গোল্ডসওরথি এবং কাসে আল্ড্রিজ, এই দুইজন ১১১ রানের জুটি গড়ে শেষ পর্যন্ত ৫০ তম ওভারের চতুর্থ বলে সাকিবের বলে ৭৮ বলে ৫৮ রান করে আউট হন কাসে আল্ড্রিজ, অপরদিকে লুইস গোল্ডসওরথি ৯৯ বলে ৬৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৪৯ রানে ৪ উইকেট নেন তানজিম হাসান সাকিব।
নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ ২০০ রান।
ইনিংসের ১৩তম ও নিজের পঞ্চম ওভারেই দুই উইকেট। পরের ওভারে আরেকটি। নতুন বলে শুরুতেই ধাক্কা দিলেন তানজিম সাকিব। সেটি কাটিয়ে উঠতে চেষ্টা করছে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দল। কিন্তু এর মধ্যেই আরেকটি উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। ২০ বলে ৫ রান করা জর্জ হিলকে প্যাভিলিয়নে ফেরালেন মৃত্যুঞ্জয় চৌধুরি।
আরেক সাকিবের দেখা মিলল বাংলাদেশ ক্রিকেটে। সাকিব আল হাসানের পর এবার তানজিম হাসান সাকিব। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার। এখন পর্যন্ত ৭ ওভার বল করে ১ মেইডেনসহ ২৩ রান খরচ করেছেন, বিনিময়ে দলকে এনে দিলেন ৩টি উইকেট।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আকবার আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ প্রান্তিক, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন, শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, রিশাদ হোসেন, মৃতঞ্জয় চৌধুরী, অভিষেক দাস, মাহমুদুল হাসান, তানজিম হাসান ও শাহীন আলম।
টুর্নামেন্টে তিন দল (বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড) পরস্পরের বিপক্ষে চারটি করে ম্যাচ খেলবে। সেরা দুই দল ১১ অগাস্ট খেলবে ফাইনাল। অর্থাৎ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রায় এক মাসের সফরে ভারত ও ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বে খেলার সুযোগ পাচ্ছে ৮টি ওয়ানডে ম্যাচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।