Close Menu
iNews
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সাকিবের দুর্ধর্ষ ‘নিজস্ব টিম’
জাতীয়

সাকিবের দুর্ধর্ষ ‘নিজস্ব টিম’

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 21, 20214 Mins Read
ছবি সংগৃহীত
Advertisement

এস এম আজাদ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মুন্সীগঞ্জ জেলা শাখার জন্য একজন উপপরিচালকের (ডিডি) পদ তৈরি হলেও কর্মকর্তাস্বল্পতায় সেখানে ওই পদের কর্মকর্তা দেওয়া হয়নি। ফলে জেলার প্রধান হিসেবেই নিজের ইচ্ছামতো দায়িত্ব পালন ও বণ্টন করছিলেন সহকারী পরিচালক (এডি) এস এম সাকিব হোসেন ওরফে সাকিব শিকদার। এই সুযোগে ঢাকায় এসে সোনা ছিনতাইয়ের জন্য নিজস্ব একটি টিম গড়ে তোলেন তিনি! জেলা অফিসে ১০-১২ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করলেও বিশ্বস্ত চারজনকে গাড়িতে নিয়ে পুরান ঢাকায় এসে ওত পাততেন সাকিব। তাঁর বিশ্বস্ত সহযোগীরা হলেন—এএসআই মো. এমদাদুল, সিপাহি আমিনুল ইসলাম, আলমগীর হোসেন ও গাড়িচালক ইব্রাহিম শিকদার। আর পুরান ঢাকা থেকে বেশি পরিমাণে সোনা বহনকারীদের তথ্য তাঁকে ফোনে জানাত সোনার দোকানের কর্মী জীবন পাল। দুই বছর আগে মুন্সীগঞ্জে এডি হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই অপকর্ম শুরু করেন সাকিব, যা অফিসের অন্য সহকর্মীরা টেরই পাননি। ছয়-সাত মাস আগে অধিদপ্তর থেকে জেলা অফিসের পিকআপ গাড়ি পাওয়ার পর নিজস্ব টিম নিয়ে ঢাকায় চলে আসেন তিনি। পিকআপ পাওয়ার আগে ভাড়া গাড়িতেও নিজস্ব টিম নিয়ে অপকর্ম করতেন তিনি।

গত ৭ জানুয়ারি পুরান ঢাকার জিন্দাবাহার লেনে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর ৯০ ভরি সোনা লুটের ঘটনায় সাকিবসহ ডিএনসির পাঁচ কর্মকর্তা-কর্মচারী এবং তাদের তিন সহযোগী গ্রেপ্তারের পর এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। গতকাল বুধবার সাকিবের ঘনিষ্ঠ গাড়িচালক ইব্রাহিম এবং সোমবার সহযোগী জীবন পাল ও রতন কুমার ঢাকা মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাকিবসহ পাঁচজনকে আদালতের নির্দেশে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সাকিব ও তাঁর সহযোগীদের অপকর্মে বিব্রত ডিএনসি কঠোর অবস্থান নিয়েছে। গতকাল পাঁচজনকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত ও বিভাগীয় মামলার মাধ্যমে কঠোর শাস্তি দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

সংশ্লিষ্ট কয়েকটি সূত্র একটি গণমাধ্যমকে জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ এবং দুই সহযোগীর জবানবন্দিতে সাকিবসহ কর্মীদের জড়িত থাকার তথ্য মেলায় জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাঁদের গ্রেপ্তারে সহায়তা করেছে ডিএনসি কর্তৃপক্ষ।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার একটি জনপ্রিয় গণমাধ্যমকে বলেন, ব্যবসায়ী সিদ্দিকুরের করা মামলার তদন্ত চলছে। সরকারি একটি সংস্থার কর্মীদের অপরাধ পুরোপুরি প্রমাণ না হওয়ার আগে আমরা কথা বলতে পারি না। আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজন জবাবন্দি দিয়েছেন। চারজন রিমান্ডে আছেন।’

গতকাল ডিএনসির কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সাকিব ও তাঁর সহযোগীদের অপকর্মে বিব্রত গোটা অধিদপ্তরের কর্মকর্তারা। তথ্য দিলেও কেউ বক্তব্য দিতে রাজি হননি। তাঁরা বলেন, সাকিব নিজে অপরাধ করতে নিজস্ব একটি টিম গঠন করেছে। পুলিশের তদন্তে তাঁর ও তাঁর সহযোগীদের সংশ্লিষ্টতার তথ্য বেরিয়ে আসবে। দুই আসামির জবানবন্দি এবং সিসি ক্যামেরার ফুটেজের সূত্রে ডিএনসিকে ঘটনা জানায় পুলিশ। এরপর ডিএনসির সহায়তায়ই সাকিবকে গ্রেপ্তার করা হয়। অপর চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় ডেকে এনে পুলিশের হাতে তুলে দেয় ডিএনসি। চারজনকে অধিদপ্তরের আদেশে এবং সাকিবকে স্বরাস্ট্র মন্ত্রণালয়ের আদেশে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ৭ জানুয়ারি সিদ্দিকুর রহমান নামে মুন্সীগঞ্জের এক সোনা ব্যবসায়ীর ৯০ ভরি সোনা লুটের ঘটনায় ১২ জানুয়ারি কোতোয়ালি থানায় মামলা করেন তিনি। বাদীর বর্ণনা এবং জিন্দাবাহার পার্ক এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা অনুযায়ী, কয়েকজন সিদ্দিকুরকে জোর করে পিকআপভ্যানে তুলছে। তাদের পরনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো খাকি পোশাক ছিল। এরপর অনুসন্ধানে বেরিয়ে আসে, জীবন পাল নামের এক সোর্সের সঙ্গে ঘটনার দিন সন্দেহভাজন একটি নম্বরে অনেকবার কল আদান-প্রদান হয়েছে। পুলিশ জীবন পাল, রতন কুমার ও হারুন নামে তিনজনকে গ্রেপ্তার করে। সোমবার জীবন ও রতন আদালতে জবানবন্দি দেন। এর পরই সাকিবকে ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতের নির্দেশে সাকিব, কনস্টেবল আমিনুল ও সোর্স হারুনকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল আদালতে জবাবন্দি দিয়েছেন ডিএনসির বহিষ্কৃত গাড়িচালক ইব্রাহিম। এএসআই এমদাদুল ও কনস্টেবল আলমগীরকে দুই দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালত।

সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এএসআই আমিনুল ঘটনার সময় গাড়ি থেকে নামেননি বলে দাবি করেছেন। তবে তাঁর সঙ্গে সাকিবের ঘনিষ্ঠতার তথ্য পাওয়া গেছে। এদের আরেক সহযোগী গাড়িচালক ইব্রাহিম। বরখাস্ত এডি সাকিব শিকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নড়াইলে। ৩৪তম বিসিএসের মাধ্যমে নন-ক্যাডার কর্মকর্তা অনেক আগে থেকেই সোনা ছিনতাইয়ে জড়িত। জীবনের সঙ্গে অনেক পুরনো সম্পর্ক তাঁর।  সূত্র : কালের কণ্ঠ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সমগ্র জাতির মা

শুধু আমার নয়, তিনি ছিলেন সমগ্র জাতির মা: তারেক রহমান

January 1, 2026
ছুটি পাবেন

২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা

January 1, 2026

তিস্তা খননকে কেন্দ্র করে সংঘর্ষ, আনসার ক্যাম্প ভাঙচুর

January 1, 2026
Latest News
সমগ্র জাতির মা

শুধু আমার নয়, তিনি ছিলেন সমগ্র জাতির মা: তারেক রহমান

ছুটি পাবেন

২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা

তিস্তা খননকে কেন্দ্র করে সংঘর্ষ, আনসার ক্যাম্প ভাঙচুর

মায়ের ঐতিহাসিক বিদায়ে তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

সিএমপির ৩ থানায় ওসি বদল

জাতীয় ঐক্য সরকার

নির্বাচনে জয়ী হলেও ‘জাতীয় ঐক্য সরকার’ গড়তে চায় জামায়াত: ডা. শফিকুর রহমান

পাঠ্যবই বিতরণ

রাষ্ট্রীয় শোকের মধ্যে আজ বই বিতরণ, তবে হবে না কোনো উৎসব

রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়ালো

জ্বালানি তেল

নতুন বছরে কমল সব জ্বালানি তেলের দাম

বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬

বিদায় ঘটনাবহুল ২০২৫, স্বাগত ২০২৬

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.