বিনোদন ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবনী নিয়ে সিনেমা বানাতে চান টালিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। বুধবার (৮ ডিসেম্বর) স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়ে এ ইচ্ছার কথা জানিয়েছেন।
তারপর হঠাৎই স্ত্রী মিথিলাকে নিয়ে সৃজিত মিরপুর স্টেডিয়ামের প্রেসবক্সে হাজির হন। এতদিন সাকিব আল হাসানকে নিয়ে কোনো সিনেমা হয়নি- এটা অবাক করেছে সৃজিতকে। তিনি বলেন, সুযোগ থাকলে আগ্রহ আছে সাকিবকে নিয়ে সিনেমা বানানোর।
সৃজিত মুখার্জি বলেন, ‘সাকিব আল হাসানের বায়োপিক নির্মাণের ইচ্ছা রয়েছে। তাকে নিয়ে এখনো কোনো চলচ্চিত্র কেন হয়নি সেটাই ভাবছি। তিনি এমন একজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডার, আমি ভেবেছিলাম এতদিনে তার বায়োপিক নির্মাণ নিয়ে হুড়োহুড়ি লেগে যাবে! তিনি যদি বায়োপিক নির্মাণে আগ্রহী হন, তবে অবশ্যই তা আমার বানানোর আগ্রহ রয়েছে।’
বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ঢাকা টেস্টে সাকিবের ব্যাটিংয়ের একটি ছবি দিয়ে সৃজিত লিখেন, ‘সাকিব- আমাদের সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার।’
যদিও এখন সেরা ছন্দে নেই সাকিব। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে স্রোতের বিপরীতে অবশ্য কিছুটা সময় লড়েছেন। ফিরেছেন ৩৩ রানে। তবে তার পুরো ক্যারিয়ারটাই সাফল্যে মোড়ানো।
শুধু সাকিব আল হাসানই নন, প্রাক্তন ক্রিকেটার রকিবুল হাসানের বায়োপিক নির্মাণেও আগ্রহী সৃজিত। এ বিষয়ে তিনি বলেন, ‘শুধু সাকিব আল হাসানই নন, রকিবুল হাসানের যে ঘটনা ব্যাটে জয় বাংলা লিখে খেলতে নামা, যে প্রতিবাদ, সেই সময়ের পাকিস্তান দল আর মুক্তিযুদ্ধের সঙ্গে ক্রিকেটের যে সম্পর্ক সেই ঘটনা নিয়েও আমার খুবই ইচ্ছা সিনেমা বানানোর।’
কলকাতার একটি ক্রিকেট ম্যাচের স্মৃতিচারণ করে সৃজিত বলেন, ‘সাকিবের খেলা দেখে মন জুড়িয়ে গেছে। মনে আছে কলকাতার ইডেন গার্ডেন্সে আজারউদ্দিন পর পর ৫টা চার মেরে ম্যাচ জিতিয়েছিল। মিরপুরে এসে সেই স্মৃতি মনে পড়ছে।’
ক্রিকেটের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট জিনিসটাই আমার কাছে অন্যরকম। ক্রিকেটই আমার প্রথম প্রেম। এই প্রেমের সঙ্গে অন্য কোনো প্রেমের সম্পর্ক নেই। সব কিছুর উর্ধ্বে ক্রিকেট।
উল্লেখ্য, সাকিব আল হাসানের বায়োপিক নির্মাণ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। ‘রোনা সংকটের কারণে এতদিন তা থেমে আছে, এমনটাই জানিয়েছিলেন সাকিব। তবে এটি কে নির্মাণ করছেন তা জানাননি এই অল রাউন্ডার।
মিরপুরের ক্রিকেট পিচে সাঁতার কাঁটলেন সাকিব, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভিডিও)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।