স্পোর্টস ডেস্ক : এক দশক ধরে বিশ্বসেরা অলরাউন্ডারের তকমাটা অনেকটাই নামের পাশে জুড়ে নিয়েছেন বাংলাদেশি সুপারস্টার সাকিব আল হাসান। ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় থাকায় বর্তমানে সেই চেয়ার হারিয়েছেন বটে, তার আগ পর্যন্ত সব ফরম্যাটেই সমানতালে বিশ্ব ক্রিকেট শাসন করেছেন।
বাংলাদেশ ক্রিকেটের আরেক নক্ষত্র মাশরাফি বিন মোর্ত্তজা। ইনজুরি বারবার বাগড়া না দিলে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার হতেন, এমনটাও মনে করেন ক্রিকেট বোদ্ধারা।
তবে এক জায়গায় বিশ্ব ক্রিকেটে সেরাদের আসনে আছেন দুই বাংলাদেশিই। আর সেটি হলো টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে উইকেট শিকারের কীর্তি।
টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি সাকিব আল হাসানের দখলে। তার উইকেট সংখ্যা ১৩৭টি।
এরপরই আছেন মাশরাফি বিন মোর্ত্তজা। অধিনায়ক হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে তার উইকেট সংখ্যা ১১৪টি।
অধিনায়ক ও বোলার হিসেবে এমন কীর্তিতে সেঞ্চুরির ক্লাবে সবশেষ ও তৃতীয়জন ওয়েস্ট ইন্ডিজের তারকা ডোয়াইন ব্রাভো। অধিনায়ক হিসেবে তার টি-টোয়েন্টি উইকেট সংখ্যা ১০৩টি।
গতকাল প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন ক্যারিবিয়ান তারকা। একইসঙ্গে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও শিকার করেছেন ১০০তম উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।