স্পোর্টস ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনার সময় অসহায় মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসতে ক্রিকেটাররা নিজেদের ক্রিকেটীয় স্মারক নিলামে বিক্রি করছেন। ইতোমধ্যে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, আকবর আলী বিভিন্ন অনলাইন মঞ্চে নিলামের মাধ্যমে নিজেদের ব্যবহার করা ব্যাট–গ্লাভস ইত্যাদি বিক্রি করেছেন। সাবেক অধিনায়ক মাশরাফি বিন বিন মুর্তজা বিক্রি করলেন তাঁর প্রিয় ব্রেসলেট।

এদিকে ক্রিকেটারদের নিলামে অংশ না নিলেও সাকিব-মুশফিকের ইতিহাস গড়া ব্যাট ফিরিয়ে আনার ইচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান এটি জানিয়েছেন। বিসিবি প্রধান আজ জাতীয় ক্রীড়া পরিষদে করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের নাজমুল তাঁর উদ্যোগের কথা জানান, ‘আমি উদ্যোগ নেব তো অবশ্যই। সবসময়ই ইচ্ছে ছিল। এখন এখানে তো আমরা নিলামে অংশ পারি না। পরে আমরা চেষ্টা করব কীভাবে রাখা যায়। যদি সুযোগ থাকে, সেগুলোকে আমরা ফেরত আনার চেষ্টা করব।’
করোনার এ দুঃসময়ে ক্রিকেটপ্রেমী মানুষকে ভালোই বিনোদন দিচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তাঁর ফেসবুক লাইভে অতিথি হয়ে আসছেন দেশ–বিদেশের তারকা ক্রিকেটাররা। আসছেন সাবেক গ্রেটরাও। ক্রিকেটের পাশাপাশি জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা, নানা ধরনের মজার স্মৃতিচারনা চলছে তামিমের লাইভে। বিসিবি সভাপতি নাজমুল হাসান তামিমের এই লাইভের নিয়মিত দর্শক বলেই জানিয়েছেন, ‘খুবই প্রশংসনীয় ব্যাপার। খুব ভালো করছে তামিম। অনুষ্ঠানের মানও ভালো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


