স্পোর্টস ডেস্ক : কদিন আগে ব়্যাংকিংয়ে দুঃসংবাদ পেয়েছিল বাংলাদেশ। সাত নম্বর থেকে আট নম্বরে নেমে গিয়েছিল টাইগাররা। কদিনের মধ্যে আবার স্বস্তি ফিরছে দলে। সুসংবাদ আসছে ওয়ানডে ব়্যাংকিং থেকে। ওয়েস্ট ইন্ডিজকে টপকে আবারো সাতে উঠে আসছে বাংলাদেশ। অপেক্ষা এখন আনুষ্ঠানিক ঘোষণার।
আজকালের মধ্যেই ব়্যাংকিংয়ের হালনাগাদ করা হচ্ছে। নতুন ব়্যাংকিংয়ে উন্নতি হচ্ছে বাংলাদেশের। চলে আসছে সাত নম্বরে। এমনকি ছয়ে থাকা পাকিস্তানের খুব কাছে চলে আসছেন মাশরাফিরা। বর্তমানে টাইগারদের ৯২ রেটিং পয়েন্ট। মাত্র দুই রেটিং পয়েন্ট এগিয়ে আছে পাকিস্তান। এক রেটিং পয়েন্ট কমেছে তাদের।
বাংলাদেশের বাড়ছে সাত রেটিং পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৬ থেকে কমে ৭৮ হচ্ছে। শুধু বাংলাদেশই নয়, ক্যারিবীয়দের পেছনে ফেলছে শ্রীলঙ্কাও। এক রেটিং পয়েন্ট বেড়ে ৭৭ হয়েছে তাদের। ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে নয় নম্বরে। আফগানিস্তান থাকছে পুরোনো ঠিকানা দশ নম্বরেই। তবে টেস্ট ও টি-টোয়েন্টি ব়্যাংকিং তালিকার চেহারা থাকছে আগের মতোই।
এক বছরেরও বেশি সময় ধরে ওয়ানডে ব়্যাংকিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ডের জন্য দুঃসংবাদ আসছে। শীর্ষস্থান থেকে সরে যেতে হচ্ছে তাদের। ইংলিশরা ওয়ানডে ব়্যাংকিংয়ের শীর্ষস্থানটা ছেড়ে দিতে হচ্ছে ভারতের জন্য। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারের কারণে তাদের রেটিং পয়েন্ট ১২৪ থেকে কমে হচ্ছে ১২২ পয়েন্টে৷ ভারতের বর্তমান রেটিং পয়েন্ট এখন ১২৩৷ ভারত ও ইংল্যান্ডের পেছনে থাকবে যথাক্রমে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।