স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল অল্পতেই। ভারতের সামনেও চ্যালেঞ্জ ছিল অনেক। গোলাপি বলে জফরা আর্চার, জেমস অ্যান্ডারসন আর ক্রিস ব্রডরা ছিলেন অপেক্ষায়। রোহিত সেটা সামলেছেন ভালোভাবেই। তাকে শুরুতে সঙ্গ দিয়েছিলেন শুভমন গিল, পূজারা পারেননি, কোহলিও পারেননি পুরোপুরি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিবা রাত্রির টেস্টে স্বাগতিক ভারত সাত উইকেট হাতে রেখে ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে আছে কেবল ১৩ রানে। ইংলিশরা প্রথম ইনিংসে ১১২ রানে গুটিয়ে যাওয়ার পর নিজেদের প্রথম ইনিংসে ৯৯ রান তুলতে হারিয়েছে তিন উইকেট।
ইনিংস উদ্বোধনে এসে ভালোই শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। কিন্তু দলীয় ৩৩ রানে জফরা আর্চারের বলে আউট হয়ে যান গিল। ৫১ বল থেকে ১১ রান করেন তিনি। এরপর ক্রিজে এসে টিকতে পারেননি পূজারাও। ৪ বলে ০ রান করে সাজঘরে ফেরত যান তিনি।