জুমবাংলা ডেস্ক : রাজধানীর সরকারি সাত কলেজকে নিয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে, যার নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।
রবিবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভবনে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদল নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইউজিসির সচিব ড. ফখরুল ইসলাম বলেন, ‘প্রস্তাবিত নামগুলোর মধ্য থেকে সাত কলেজের জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত করা হয়েছে। এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে উপদেষ্টা পরিষদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতিক্রমে অধ্যাদেশ জারি হবে।’
সাতটি সরকারি কলেজ হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। তবে এসব কলেজের পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও অদূরদর্শিতার অভিযোগ ওঠে, যার ফলস্বরূপ গত বছরের অক্টোবর মাসে এসব কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। তারা সাত কলেজ নিয়ে একটি আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের দাবি জানান।
দীর্ঘ আন্দোলনের পর সরকারের পক্ষ থেকে ২০২৩ সালের ডিসেম্বর মাসে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। ওই কমিটি তিন মাসেরও বেশি সময় ধরে সম্ভাব্যতা যাচাই, ক্যাম্পাস পরিদর্শন, সম্মানজনক পৃথকীকরণের রূপরেখা প্রণয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে।
সবশেষ, গেলো ১৮ ফেব্রুয়ারি ইউজিসি সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করে। আগ্রহী ব্যক্তিরা ইউজিরি নির্ধারিত ই-মেইল ঠিকানা [email protected]এ নামের প্রস্তাব পাঠান। এরপর আজ ইউজিসির আয়োজিত মতবিনিময় সভায় নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হিসেবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ চূড়ান্ত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।