সাত নম্বরে ব্যাটিংয়ে নামলেন সাকিব, ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়

স্পোর্টস ডেস্ক: ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে বাংলাদেশের একাদশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। দলে জায়গা হয়েছে নাজমুল হাসান শান্তরও।

ওপেনিংয়ে নেমে ২৯ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন শান্ত।
খেলা
তাঁর ইনিংসে ছিল ৪টি চার। ওপেনিংয়ে মিরাজ-শান্ত জুটি করে ১২ রান। দ্বিতীয় উইকেটে শান্ত-লিটন জুটি যোগ করে ৪১ রান। এরপর ১৬ বলে ১৫ রান করে মাইকেল ব্রেসওয়েলের শিকারে পরিণত হন লিটন। নবম ওভারের শেষ বলে দলীয় ৫৯ রানে আউট হন শান্ত। ইশ সুধির বলে মার্ক চাপম্যানকে ক্যাচ দেন তিনি।
শান্তর বিদায়ের পরপরই বিদায় নেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৪ বলে ২ রান করতে পেরেছেন তিনি। ছয়ে নামা ইয়াসির আলী রাব্বি ফিরেছেন ৯ বলে ৭ রান। সাত নম্বরে ব্যাটিং করতে নেমেছেন সাকিব। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৭.৩ ওভারে ৬ উইকেটে ১০৯ রান। সাকিব ১৬ রানে ব্যাট করছেন।

তিন বছর পর দলে ডাক পেয়ে সাব্বিরের রান ৩১, টিকটক ভিডিও ৩৮