আন্তর্জাতিক ডেস্ক: সাত বছর ধরে ‘পারফেক্টলি অন টাইম’। লেট হয়নি একদিনও। সাধারণত, এই ধরনের কর্মচারীদের কোম্পানি মাথায় করে রাখে। কিন্তু হল উলটো। সাত বছর পরে মাত্র একদিন ২০ মিনিটের জন্য দেরি করেছিলেন সেই কর্মচারী। আর তাতেই চাকরি গেল তার। হতবাক কর্মী নিজেও। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হতেই হতবাক নেট-নাগরিকেরা।
ঠিক কী হয়েছিক ঘটনাটি? ছাঁটাইয়ের ঘটনাটি নিয়ে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তারই সহকর্মীরা। তাঁদের ভাষায়, একজন কর্মী, যিনি সাত বছর ধরে এই কোম্পানিতে চাকরি করতেন– তিনি সাত বছরে মাত্র একদিন লেট করেছিলেন। তাও আবার মাত্র ২০ মিনিটের জন্য। তাতে মোটেই খুশি হতে পারেননি, ম্যানেজার। সঙ্গে সঙ্গে ছাঁটাইয়ের নোটিশ ধরায় কর্মচারীকে।
এরপরেই শুরু হয়, আসল ঝামেলা। একজন কর্মচারীর সঙ্গে ওই ঘটনার পরেই প্রতিবাদে নামেন বাকি কর্মচারীরা। টোকেন প্রতিবাদের মত করে, বাকিরা দাবি করেন– হয় ওই কর্মচারীকে চাকরিতে বহাল করতে হবে। নাহলে বাকি কর্মচারীরা কেউ সময়ে আসবেন ননা। বাস্তবিকই, কর্মচারীরা দেরিতে আসতে শুরু করেন। কেউ ১৫ মিনিট, কেউ ২০ মিনিট –এই ভাবেই লেট করতে শুরু করেন।
বাকি কর্মচারীদের কাছ থেকে কিছুটা চাপে পড়েই তাই বাধ্য হয়ে পিছু হঠতে বাধ্য হয় ওই সংস্থা। ওই কর্মচারীকে পুনর্বহাল করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।