Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home সাত বছরে সর্বোচ্চ ট্যাবলেট পিসি বিক্রি চীনের বাজারে
Mobile Tech Product Review অর্থনীতি-ব্যবসা বিজ্ঞান ও প্রযুক্তি

সাত বছরে সর্বোচ্চ ট্যাবলেট পিসি বিক্রি চীনের বাজারে

Sibbir OsmanFebruary 20, 20223 Mins Read
Advertisement

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চীনে গত বছর ২ কোটি ৮৪ লাখের বেশি ট্যাবলেট কম্পিউটার বিক্রি হয়েছে। ২০২০ সালের তুলনায় যা ২১ দশমিক ৮ শতাংশ বেশি এবং গত সাত বছরের ইতিহাসে দেশটিতে সর্বোচ্চ বিক্রির রেকর্ড। সম্প্রতি ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২১ সালের চতুর্থ প্রান্তিকে ৭৪ লাখ ২০ হাজার ইউনিট ট্যাবলেট কম্পিউটার বিক্রি হয়েছে, যা ২০২০ সালের একই প্রান্তিকের তুলনায় ২০ দশমিক ৯ শতাংশ বেশি। গত বছর বৈশ্বিক ট্যাবলেট কম্পিউটার বিক্রি ১১ দশমিক ৯ শতাংশ কমলেও চীনে বিক্রি হার ছিল আশাব্যঞ্জক।

মোটামুটি একই কারণে ট্যাব ব্যবহার করেন চীন ও অন্যান্য অঞ্চলের গ্রাহকরা। কভিড-১৯ মহামারীর কারণে বাসা থেকে অফিস, শিক্ষা কার্যক্রম ও বিনোদনের জন্য ডিভাইসের যে চাহিদা, তা আরো দীর্ঘ সময় চলমান থাকবে। তবে সর্বোচ্চ চূড়ায় ওঠার পর বৈশ্বিক চাহিদা হ্রাস পেলেও চীনে ক্রমে বাড়তে থাকবে। ট্যাবলেটের বাজারে নতুন প্রতিষ্ঠানের পাশাপাশি পুরনোদের বিনিয়োগ ও নতুন উদ্ভাবন চাহিদা বেড়ে যাওয়ার মূল কারণ।

ক্রয়ের চাহিদা থাকলেও বাণিজ্যিক মার্কেটে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বাজেটস্বল্পতা ও আঞ্চলিক পর্যায়ের প্রশাসনিক নির্বাচন সরকারি ও শিক্ষা উপকরণ সংগ্রহ কার্যক্রম ক্রয়ে বাধা তৈরি করেছে। বাজেটস্বল্পতার কারণে ইলেকট্রনিক ব্ল্যাকবোর্ড ও ইলেকট্রনিক ক্লাস কার্ড কেনার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে ভোক্তাদের চাহিদা পূরণে ট্যাবলেট বিক্রি বাড়ার বিষয়টি পরিলক্ষিত হয়েছে।

অপারেটিং সিস্টেমের বাজার হিস্যা অনুযায়ী, অ্যাপলের আইপ্যাডস্বল্পতার কারণে ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে আইওএস ডিভাইসের বিক্রি কমেছে। অন্যদিকে স্থানীয় উৎপাদনকারীরা সরবরাহ সংকটের সমাধান দেখতে পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে অ্যান্ড্রয়েডের বাজার হিস্যা ক্রমে বেড়েছে। হুয়াওয়ে ও মাইক্রোসফটের নতুন পণ্য বাজারজাতের কারণে সে সময় উইন্ডোজের বাজার হিস্যাও কিছুটা বেড়েছে।

প্রসেসরের বাজারে নিজস্ব চিপের মাধ্যমে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল। তবে ২০২১ সালের শেষে বিশ্ববাজারে দ্বিতীয় স্থানে উঠে আসে কোয়ালকম। বহির্বিশ্বের ক্রমাগত চাপের মুখেও হাইসিলিকন চিপের মাধ্যমে বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে হুয়াওয়ে।

আইডিসির বিশেষজ্ঞদের আশা, আগামী কয়েক বছর চীনের ট্যাবলেট বাজারের এ প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। ডিসপ্লে ও ইকোসিস্টেম প্রযুক্তির উন্নয়নের কারণে এ সাফল্য অর্জিত হয়েছে।

চীনের পাশাপাশি এশিয়ার অন্যতম বৃহৎ প্রযুক্তিবাজার ভারতের ট্যাবলেট বাজারও ৪ শতাংশ বেড়েছে। ট্যাবলেট বিক্রির দিক থেকে শীর্ষে ছিল লেনোভো। ২০২১ সালে ভারতে ৪৬ শতাংশ বাজার দখলে নিয়ে শীর্ষে ছিল প্রতিষ্ঠানটি। এরপর ২০ শতাংশ নিয়ে অ্যাপল, ১৮ শতাংশ নিয়ে স্যামসাং এবং রিয়েলমির নিয়ন্ত্রণে ৬ শতাংশ বাজার ছিল।

উপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিয়ে সাইবার মিডিয়া রিসার্চ (সিএমআর) জানায়, এন্টারপ্রাইজ ট্যাবলেট বিজনেসের মাধ্যমে লেনোভো বাজারে শীর্ষস্থান অর্জন করতে পেরেছে। বছরওয়ারি হিসাবে প্রতিষ্ঠানটির ডিভাইস বিক্রি ২৩ শতাংশ বেড়েছে।

সংস্থাটি জানায়, বার্ষিক হিসাবে চতুর্থ প্রান্তিকে ট্যাবলেটের বাজার ৩১ শতাংশ বেড়েছে। একই সময় ফোরজি ট্যাবলেটের বিক্রি ২ শতাংশ বেড়েছে। সিএমআরের ইন্ডাস্ট্রি ইন্টেলিজেন্স গবেষক মেঙ্কা কুমারির মতে, কভিড-১৯ মহামারীর কারণে বাসা থেকে কাজ, শিক্ষা গ্রহণ ও বিনোদনের জন্য ডিভাইসের চাহিদা ক্রমে বেড়েছে। ফলে টানা দুই বছর ট্যাবলেট ডিভাইস বিক্রির রেকর্ড হয়েছে।

মাত্র ৪২ সেকেন্ডে ইউটিউব থেকে আয় ১ কোটি ৭৫ লাখ টাকা

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ট্যাবলেট পিসি
Related Posts
facebook-and-youtube

ফেসবুক নাকি ইউটিউব, কোন প্ল্যাটফর্মে আয় বেশি

December 18, 2025
নতুন অ্যান্ড্রয়েড

নতুন অ্যান্ড্রয়েড ফোনে প্রথমেই ইনস্টল করুন ৫টি ফ্রি অ্যাপ

December 18, 2025
ডাকঘর

সর্বোচ্চ মুনাফা দিচ্ছে ডাকঘর, টাকা জমা রাখার সঠিক নিয়ম

December 18, 2025
Latest News
facebook-and-youtube

ফেসবুক নাকি ইউটিউব, কোন প্ল্যাটফর্মে আয় বেশি

নতুন অ্যান্ড্রয়েড

নতুন অ্যান্ড্রয়েড ফোনে প্রথমেই ইনস্টল করুন ৫টি ফ্রি অ্যাপ

ডাকঘর

সর্বোচ্চ মুনাফা দিচ্ছে ডাকঘর, টাকা জমা রাখার সঠিক নিয়ম

ফেসবুক

ফেসবুকে টানা কতদিন না ঢুকলে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট

ইন্টারনেট স্পিড

Smartphone-এর ইন্টারনেট স্পিড বাড়ানোর সহজ উপায়

এআই

এআই যে পেশা ছাড়া প্রায় সব দখল করে নেবে

Maximus ‍Smartphone

Maximus ‍Smartphone : সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৫টি জনপ্রিয় মডেল

OTP

ওটিপি ছাড়াই হ্যাক হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, সতর্ক থাকবেন যেভাবে

পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত ডিসেম্বরেই

দেশের রিজার্ভ

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৪৮ বিলিয়ন ডলার

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.