Advertisement
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় আলাউদ্দিন (৫৮) ও ফজলু হক (৫৭) নামে দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
সোমবার সকাল ৬টার দিকে উপজেলার বগারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন ও ফজলু হক উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে দুই পথচারীকে চাপা দেয় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা। এতে আহত হন আরো একজন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।