Advertisement
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে গাইবান্ধা- মাদারগঞ্জ সড়কের নাগবাড়ী বাজারের পশ্চিম পাশে খোদ্দরসুলপুর অটোরাইস মিল সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আজ সকালে ওই স্থানে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পরে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি একজন প্রতিবন্ধী।
খবরটি নিশ্চিত করে সদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ জানান, সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।