বিনোদন ডেস্ক: ছেলেকে নিয়ে আবারও বিতর্কে বলিউডের আলোচিত দম্পতি সাইফ-কারিনা। মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায় একটি বেসরকারি স্কুলের সাধারণ জ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে কারিনা কাপুর খান এবং সাইফ আলি খানের ছেলের নাম জিজ্ঞাসা করা নিয়ে শুরু হয় বিতর্ক। ওই প্রশ্নপত্রের ছবি নেট মাধ্যমে ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। স্কুলের জেনারেল নলেজ পরীক্ষায় যে এমন প্রশ্ন আসতে পারে তা ছিল কল্পনাতীত।
ষষ্ঠ শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্রে এ তারকা দম্পতির ছেলের নাম নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করায় ক্ষুব্ধ অভিভাবক ও সাধারণ মানুষ। রাজ্যের স্কুল শিক্ষা দফতরের কাছে অভিযুক্ত স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকদের সংগঠন। বিষয়টি বিবেচনায় নিয়ে, খান্ডওয়া জেলা শিক্ষা অফিসার সঞ্জীব ভালেরাও অভিযুক্ত একাডেমিক হাইটস পাবলিক স্কুলকে কারণ দর্শানোর নোটিশ জারি করছেন।
মূলত, ক্লাস সিক্সের টার্ম পরীক্ষার সাধারণ জ্ঞান বিষয়ের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে পাঁচটি প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্নে শিক্ষার্থীদের কারিনা কাপুর খান এবং সাইফ আলী খানের ছেলের পুরো নাম লিখতে বলা হয়। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে প্যারেন্টস সংস্থার প্রধান অনীশ আরঝোরে বলেন, ছাত্রদের কাছে এমন প্রশ্ন করার পরিবর্তে, ছত্রপতি শিবাজী মহারাজ, দেবী অহিল্যা বাইয়ের মতো ঐতিহাসিক আইকনদের নিয়ে প্রশ্ন করা উচিত ছিল। আমরা স্কুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি করছি।
খান্ডওয়া জেলা শিক্ষা অফিসার সঞ্জীব ভালেরাও-এর মতে, ২৩ ডিসেম্বর তিনি বিষয়টি সম্পর্কে জানতে পারেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, স্কুলের অভিভাবকদের সংগঠনও প্রশ্নটিতে আপত্তি জানিয়েছে এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে অভিভাবকদের অনুভূতিতে আঘাত করে এমন একটি প্রশ্ন প্রশ্নপত্রে জিজ্ঞাসা করা উচিত হয়নি।
এদিকে একই প্রশ্নপত্রে আরেকটি প্রশ্ন ছিলও যেখানে উত্তর কোরিয়ার একনায়কের নাম জানতে চাওয়া হয়। চলচ্চিত্র অভিনেতা দম্পতির ছেলের নাম জিজ্ঞাসা করা অনুপযুক্ত হলে কেন উত্তর কোরিয়ার ডিক্টেটরের নাম জানতে চাওয়া অনুপযুক্ত নয় সে বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি খান্ডওয়া ডিইও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।