সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁ জেলার আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত সাপাহার উপজেলায় বাগানে বাগানে আমের মুকুলের মৌ মৌ গন্ধ সুবাস ছড়াচ্ছে প্রকৃতিতে। থোকা থোকা মুকুলেরভারে ঝুলে পড়েছে আম গাছের ডালপালা।
প্রতিটি বাগানে যে হারে মুকুল এসেছে আবহাওয়া অনুকূলে থাকলে এবারে আমের বাম্পার ফলন হতে পারে বলে একাধিক বাগান মালিকসহ উপজেলা কৃষি অফিস জানিয়েছে।
বাগান মালিকগণ এখন থেকেই সকল প্রকার কীট পতঙ্গের অনিষ্ট হতে রক্ষা পেতে বাগানে আমের মুকুলে কীটনাশক স্প্রেসহ বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে।
উপজেলার একাধিক বাগান মালিকের সাথে কথা বলে জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় এবারে আমের ব্যাপক ফলন হতে পারে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারে প্রতি বিঘা বাগানে ১ লাখা থেকে সোয়া লাখ টাকার আম বিক্রি করতে পারবেন বলে জানিয়েছেন বাগান মালিকরা।
সাপাহার উপজেলা কৃষি অফিসের সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিমসহ কৃষি বিভাগের সকল মাঠ কর্মকর্তাগণ হাইজেনিক পদ্ধতিতে প্রতিটি আম ব্যাগিং, বাগান পরিস্কার পরিচ্ছন্ন রেখে ও পরিমিত পরিমান কীটনাশক স্প্রে করে আম চাষের জন্য বাগান মলিকদের পরামর্শ দিয়েছেন।
সাপাহার উপজেলা কৃষি অফিসার মুজিবুর রহমান জানান, এবারে উপজেলায় ৯ হাজার হেক্টর জমিতে উচ্চ ফলনশীলসহ বিভিন্ন জাতের আম বাগান থেকে প্রায় ১ লাখ ২৬ হাজার হাজার মেট্রিক টন আম উৎপাদন হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।