সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: মুক্তিযুদ্ধকালীন ২নং সেক্টরের উপ-আঞ্চলিক কমান্ডার ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (মানিকগঞ্জ-০২) বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুর রউফ খান মৃত্যুবরণ করেছেন। ( ইন্নালিল্লাহ … রাজিউন)।
রোববার (০২ মে) ভোর ৪টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তার ছোট ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছোট ভাই শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানুর বড় ছেলে ফাহিম খান রনি তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
আজ রোববার বাদ আসর শিবালয়ের মালুচী হাইস্কুল মাঠে মরহুমের জানাজা শেষে উপজেলার ঘোনাপাড়া নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবির জানান, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খানকে গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


