দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ করেছে। দুদক জানায়, এই নথিতে জাবেদের বিদেশে থাকা সম্পদ, ব্যবসা সংক্রান্ত তথ্য ও অর্থপাচারের নানা প্রমাণ রয়েছে।
দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানিয়েছেন, গত বুধবার জাবেদের বিদেশে অর্থপাচারের এজেন্ট আব্দুল আজিজ ও আরামিট গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতের অভিযান চালানো হয়।
মশিউর রহমান আরও জানান, জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াস প্রথমে নথি সরিয়ে অন্যত্র রাখে। পরে তালা ভেঙে ওই বাসা থেকে ২৩ বস্তা নথি জব্দ করা হয়। নথিগুলো পর্যালোচনা করে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানিয়েছেন দুদক কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।