Advertisement
জুমবাংলা ডেস্ক: সরকারি নদী ও খাল দখলকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের উপ-পরিচালক ড. খ ম কবিরুল ইসলাম।
সাভারের দখল হয়ে যাওয়া বিভিন্ন সরকারি খাল-বিল পরিদর্শন শেষে গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কবিরুল ইসলাম এসময় বলেন, যারা নদী ও সরকারি খাল দখল করে তারা সমাজের শত্রু। দখলকারীদের বিরুদ্ধে সরকারিভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।
আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ফজলে এলাহীসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।