জুমবাংলা ডেস্ক: সাভারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারা গেছেন শালা-দুলা ভাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
রবিবার (২২ আগস্ট) দুপুরে ভাকুর্তা ইউনিয়নের চাইড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো- মো: সোহেল চৌধুরী (৪০) ও সোহেল রানা (৪২)। তারা সম্পর্কে শালা-দুলাভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাকুর্তা ইউনিয়নের চাইড়া গ্রামের নতুন বাড়ীর জন্য নির্মিত একটি নতুন সেপটিক ট্যাংকের মুখ দীর্ঘ দিন বন্ধ অবস্থায় ছিলো। রবিবার দুপুরে ওই সেপটিক ট্যাংকটির ঢাকনা খুলে ভিতরের ময়লা পরিষ্কার করার জন্য ভিতরে প্রবেশ করেন দুলাভাই সোহেল রানা। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও দুলাভাই উঠে না আসায় তার শ্যালক সোহেল চৌধুরী তাকে উদ্ধারের জন্য ট্যাংকির ভেতরে নামেন। পরবর্তীতে তারও কোনও সাড়া শব্দ না পেয়ে পরিবারের পক্ষ থেকে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভাকুর্তা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ট্যাংকির ভিতর লাইট মারলে তাদেরকে পড়ে থাকতে দেখা যায়। এসময় দ্রুত তাদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ও ভাকুর্তা ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেপটিক ট্যাংকটির মুখ দীর্ঘ দিন বন্ধ থাকায় ভেতরে জমে থাকা গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এছাড়া ট্যাংকটির ভিতরে অক্সিজেন না প্রবেশ করায় প্রথমে তারা অচেতন হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel