ঢাবি প্রতিনিধি: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার থেকে সমাজিক দূরত্ব নিশ্চিতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর।
সরজমিন দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশদ্বারে বসানো হয়েছে ব্যারিকেড। যদিও গুরুত্ব বিশেষে ঢুকতে দেয়া হচ্ছে ভেতরে। বহিরাগত গাড়ি, লোকজনকেও ক্যাম্পাস এলাকা ব্যবহার না করার নির্দেশনা দেয়া হচ্ছে।
এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমাদের যে সামজিক আইসোলেশন নীতিটা রয়েছে তা বাস্তবায়নের জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয় এলাকা লকডাউন করিনি। আইসোলেশন নিশ্চিত করার জন্য যাতায়াত সীমিত করেছি। আর কেউ যদি বিদেশ থেকে আসেন, তা হলে তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করা হচ্ছে। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।