দীর্ঘদিনের গুঞ্জন, আড়াল আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন শোবিজ অঙ্গনের আলোচিত জুটি উপস্থাপক রাফসান সাবাব ও জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেরাই সুখবরটি নিশ্চিত করেন তারা।
বুধবার দুপুর ২টা ১ মিনিটে রাফসান সাবাব তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল থেকে জেফার রহমানকে ট্যাগ করে বিয়ের একাধিক ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা থেকে আমরা আমাদের নতুন পথচলা শুরু করছি। আজ আমরা আমাদের জীবন এক করেছি। আপনাদের দোয়া ও ভালোবাসা কাম্য।
প্রকাশিত ছবিগুলোতে নবদম্পতিকে দেখা গেছে রোমান্টিক ও প্রাণবন্ত আবহে। কনে জেফার রহমান পরেছেন ঐতিহ্যবাহী লাল রঙের শাড়ি, যার সঙ্গে মানানসই সোনালি ও সবুজ পাথরের ভারী গয়না। অন্যদিকে বর রাফসান সাবাবকে দেখা গেছে ক্রিম বা অফ-হোয়াইট রঙের শেরওয়ানি ও পাগড়িতে। কোনো কোনো ছবিতে তারা একে অপরের হাত ধরে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছেন, আবার কোথাও হাসিমুখে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন।
উল্লেখ্য, গত প্রায় এক বছর ধরেই এই দুই তারকাকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। ব্যাংকক সফরসহ বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেলেও তারা বরাবরই নিজেদের ‘ভালো বন্ধু’ বলেই পরিচয় দিতেন। তবে অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে এক ছাদের নিচে এলেন এই জনপ্রিয় জুটি।
আরও পড়ুনঃ
তাদের বিয়ের খবরে ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


