দেশে দিন দিন সার সংকট তীব্র হয়ে উঠেছে। এতে সব অঞ্চলের কৃষক দুশ্চিন্তার মধ্যে রয়েছে। সরকারের কাছে যে পরিমাণ সার মজুদ আছে তা দিয়ে চলা সম্ভব নয়। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ভিন্ন কথা।
তারা দাবি করছে যে, কোন সংকট নেই। তবে সংশ্লিষ্ট যারা তারা মনে করছেন সিন্ডিকেটের কারণে সংকট তৈরি হচ্ছে। বর্তমান সরকারকে ব্যর্থ করতে এ কাজটি করছে সিন্ডিকেট। এখন আলু চাষ হচ্ছে দেশের উত্তরের জেলাগুলোতে।
কিন্তু কৃষক স্বস্তিতে নেই। সারের সংকট চলতে থাকলে সামনে বড় মৌসুম যখন আসবে তখন সমস্যা তৈরি হবে। সাধারণত বাংলাদেশে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত কৃষকের সার সবথেকে বেশি দরকার হয়। কিন্তু এ সময় সংকট দেখা দেওয়াই কৃষকদের অভিযোগ রয়েছে।
কৃষকদের নতুন অভিযোগ হচ্ছে সারের দাম চক্রান্ত করে বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। অনেক সময় অতিরিক্ত টাকা পরিশোধ করে দেওয়া হলেও সার পাওয়া যাচ্ছে না। কৃষি অধিদপ্তরের কথা অনুযায়ী সিন্ডিকেট চিহ্নিত করা কঠিন হয়ে যাচ্ছে। যদিও মনিটরিং জোরদার করার চেষ্টা করা হচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছে যে, কৃষকরা যদি সময় মতো সার না পায় তাহলে খাদ্য সংকট দেখা দিতে পারে।
রাজশাহীর এক কৃষক বলেন, ‘এক দোকানে চাচ্ছে সাড়ে ১ হাজার ৪০০ টাকা। আরেক দোকানে ১ হাজার ৫৩০ টাকা বস্তা। একই জিনিস, দাম ভিন্ন। সার পাচ্ছিই না সার দেবো কিভাবে?’
আমদানির জন্য মূল্য পরিশোধে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান সার সরবরাহ করেনি বলে অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্টরা বলছেন, কিছু অসাধু কর্মকর্তার যোগসাজোশে সুযোগ নিচ্ছে সিন্ডিকেট। যার দোষ পড়ছে ডিলার ও অন্যান্য ব্যবসায়ীদের ঘাড়ে।
ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এখানে সিন্ডিকেশন থাকতে পারে অথবা অন্যান্য কারসাজি থাকতে পারে। সাপ্লাই চেইনকে অন্যভাবে তদারকি করার প্রয়োজন আছে। এখানে কঠোর আইনের প্রয়োগেরও প্রয়োজন হতে পারে।
কেউ যদি সিন্ডিকেশন করে বিশেষ ক্ষমতা আইন আছে, ভোক্তা অধিকার আইন আছে। এগুলো প্রয়োগ করে কৃষকের কাছে সার পৌঁছে দিতে হবে এবং সেটা সঠিক মূল্যে। শুধু পৌঁছালেই হবে না সারের মূল্যটাও যেন যথাযথ থাকে।’ তবে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কিছু এলাকায় সমস্যা হলেও সামগ্রিকভাবে সারের ঘাটতি নেই। সিন্ডিকেটের কারসাজি রোধে কাজ চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।