বাজারে আসছে নতুন এআই সার্চ ইঞ্জিন। গুগলকে টেক্কা দিতে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত এই সার্চ ইঞ্জিন , এখনো বাজারে নেই ।এবার সেই শূন্য স্থান পূরণ করল ওপেন এআই। চ্যাটজিপিটির আদলে তাঁরা লঞ্চ করতে চলেছে তাঁদের নতুন সার্চ ইঞ্জিন, যাঁর নাম ‘সার্চজিপিটি’।
খানিকটা চ্যাটজিপিটির আদলে বানানো হয়েছে এই সার্চ ইঞ্জিন। প্রস্তুতকারক সংস্থার দাবি এই সার্চ ইঞ্জিন ইন্টারনেট থেকে রিয়েল টাইম ডেটা দেখানো হবে। বিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব, একেবারে নতুন এই সার্চ ইঞ্জিন তৈরি করছে। এই নতুন এআই সার্চ ইঞ্জিন ইন্টারনেটে তথ্য অনুসন্ধান করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে।
সমীক্ষা অনুযায়ী এখন ইন্টারনেট ইউজারদের মধ্যে ৯১ শতাংশই গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। কিন্তু সার্চজিপিটি লঞ্চ হলে গুগলের সেই একছত্রাধিপতিত্ব বজায় থাকবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। গুগল মানুষকে সঠিক ফলাফল দিয়ে বিশ্বাস তৈরি করেছে।
সেই আস্থা অর্জনের জন্য ‘সার্চজিপিটি’ কে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে। গুগলের মতো, এই নতুন এআই সার্চ ইঞ্জিনেরও একটি দৃষ্টিভঙ্গি রয়েছে, ইন্টারনেট জুড়ে প্রচুর পরিমাণে তথ্য অ্যাক্সেস করার। যাইহোক, ওপেন এআই সার্চ ইঞ্জিনের একটি ভিন্ন পদ্ধতি রয়েছে, যা ব্যবহারকারীদের আরও কাস্টমাইজড ডেটার অভিজ্ঞতা প্রদান করে। স্যাম অল্টম্যান ওপেন এআই-এর সিইও তাঁর সমাজমাধ্যমে জানিয়েছেন ইউজার কিছু সার্চ করলে, তাঁকে সাইটের লিঙ্ক সহ সংক্ষিপ্ত বিবরণ দেবে সার্চজিপিটি।
তার পরিপ্রেক্ষিতে ইউজার নিজের প্রশ্ন রাখতে পারবেন। সার্চজিপিটি সেই প্রশ্ন অনুযায়ী তথ্য তুলে ধরবে ইউজারের কাছে। আপাতত সার্চ ইঞ্জিনটি পরীক্ষামূলক স্টেজে রয়েছে। ফিডব্যাক নেওয়ার জন্য এই মুহূর্তে অল্প সংখ্যক কিছু ইউজার এবং পাবলিশার্সদের জন্য এটি চালু করেছে। সংস্থার দাবি সার্চজিপিটি থেকে প্রয়োজনে সরাসরি চ্যাটজিপিটিতেও যাওয়া যাবে। তবে সেই ফিচার এখনও যোগ করা হয়নি।
ওপেন এআই-এর দাবি সার্চজিপিটি সম্পূর্ণ রূপেই এআই দ্বারা পরিচালিত হবে। টেক বিশেষজ্ঞদের দাবি, গুগল সার্চের থেকে তাড়াতাড়ি এবং আরও যথাযথ সার্চ রেজাল্ট পাওয়া যেতে পারে এই নতুন সার্চ ইঞ্জিনে। সঙ্গে যে সোর্স থেকে তথ্য নেওয়া হচ্ছে তার লিঙ্ক দেওয়া থাকবে। এই সার্চের উত্তরে পাওয়া আপনি সরাসরি চ্যাটজিপিটিতে গিয়ে বিশ্লেষণ বা অন্য কোনও কাজ করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।