বিনোদন ডেস্ক : সামনে হাজির খোদ সালমান খান। নারীরা প্রেমে, উন্মাদনায় দিশাহারা হয়ে পড়বেন না, তা-ও কি হয়! মঞ্চের ধারে দাঁড়িয়েই রীতিমতো হাউমাউ করে কান্না জোড়ে দিলেন এক নারী ভক্ত।
শুক্রবার সন্ধ্যায় দুবাই এক্সপো-য় অনুষ্ঠান করছিলেন ‘ভাইজান’। সেখানেই এমন কাণ্ড বাধান এক অনুরাগী।
তখন মাত্রই অনুষ্ঠান শেষ করেছিলেন ‘ভাইজান’। আচমকাই একেবারে সামনে এসে হাজির হন সেই নারী, আর উচ্চস্বরে কাঁদছিলেন। তার একটাই দাবি, সালমানের সঙ্গে একটি বার দেখা করতে চান তিনি! তাকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরাও।
শেষমেশ হাল ধরলেন অনুষ্ঠানের সঞ্চালক মনীশ পল। আশ্বাস দিলেন, নিশ্চয়ই ভক্তের দেখা করিয়ে দেবেন তার প্রিয় নায়কের সঙ্গে। ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষীকেও তিনি পরামর্শ দিয়েছিলেন, “ভাই, সামলে! উনি কাঁদতে কাঁদতে অজ্ঞান না হয়ে যান, সে দিকে খেয়াল রাখুন!”
দিল্লিতে ‘টাইগার থ্রি’-র শুটিংয়ের ফাঁকেই দুবাইয়ে সালমানের এই ঝটিকা সফর। অনুষ্ঠানে তার সঙ্গী হয়েছিলেন আয়ুষ শর্মা, সোনাক্ষী সিনহা গুরু রন্ধওয়া, পূজা হেগড়ে, দিশা পাটানী, মনীশ পাল এবং সাই মঞ্জরেকর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।