বিনোদন ডেস্ক : ভারতীয় বাঙালিদের প্রায় প্রত্যেকেরই প্রিয় মুখ সৌরভ গাঙ্গুলী। বিশ্ব জুড়ে ভক্তকুলের তাকে নিয়ে উচ্ছ্বাসটা যেনো একটু বেশিই। তাই খেলার মাঠে যেমন সাফল্য অর্জন করেছে ঠিক ততটাই যেনো টিভির পর্দায়। আর সেই ধারাবাহিকতায় দেখতে দেখতে নবম সিজনে দাদাগিরি, যেখানে সঞ্চালকের ভূমিকায় স্বয়ং সৌরভ গাঙ্গুলী।
আর এই নবম সিজনে সম্প্রতি এক পর্বে ‘ভিন্ন মত, এক পথ’, এই ভাবনা নিয়ে তৈরি ওয়েব সিরিজের ‘মুক্তি’ –র একদল অভিনেতার আগমন।
রোহন ঘোষ পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, সুদীপ সরকার, চান্দ্রেয়ী ঘোষ, চিত্রাঙ্গদা চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়।
সেই প্রোগ্রামে তরুণ তুর্কিদের সাথে হাসি খেলায় মেতে ওঠেন দাদা। আর তারই এক পর্যায়ে দিতিপ্রিয়া’র গোপন ফাঁস করে দাদা বলেন যে, ‘দিতিপ্রিয়া এত সফল সিনেমা-টিভিতে, কিন্তু বাড়িতে মা ঠান্ডা রাখে কিন্তু।’ আর সৌরভের এই প্রশ্ন শুনেই করুণাময়ী স্টাইলে দিতি উত্তর দেন, ‘রক্ষে করো রঘুবীর’।
আবার সঙ্গে ঘুরিয়ে দাদাকে প্রশ্ন করেন, ‘ছোটবেলায় কী দাদাকে কখনও তার মা ঠান্ডা রাখত?’ আর ঘাড় নেড়ে সৌরভের জবাব, ‘এখনও রাখে’।
এরপর দিতিপ্রিয়া আর চিত্রাঙ্গদার সঙ্গে নিয়ে সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’র গানে নাচ করতে দেখা গেল সৌরভ গাঙ্গুলিকে। এমনকী, হাতের আঙুল নাড়িয়ে ‘ইয়ো’ করতেও দেখা গেল। ভাইজানের ডান্স স্টেপও নকল করলেন দাদা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।