আন্তর্জাতিক ডেস্ক : দুই জন দুই ভুবনের বাসিন্দা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এরই মধ্যে আবির্ভূত হয়েছেন দুনিয়ার অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে। তার সমালোচনাও অনেক। অন্যদিকে, হলিউডের প্রখ্যাত অভিনেত্রী লিন্ডনে লোহান। তাদের মধ্যে কিছু একটা চলছে- এমন গুঞ্জন চারিদিকে!
বিশেষ করে আরব বিশ্বের সামাজিক মাধ্যমে গত কয়েকদিন ধরে এ সংক্রান্ত নানান কথা ভেসে বেড়াচ্ছে। আলোচনা চলছে লোহান নাকি বিন সালমানের খুব ঘনিষ্ট হয়ে উঠেছেন। সালমান লোহানকে বিভিন্ন উপহার সামগ্রী দিয়েছেন, যার মধ্যে একটি ক্রেডিট কার্ডও রয়েছে! এসব গুঞ্জনের প্রেক্ষিতে সেলিব্রিটিদের খবরাখবর দেয়া মার্কিন সংবাদমাধ্যম পেইজসিক্স যোগাযোগের চেষ্টা করে লিন্ডসে লোহানের সাথে।
কিন্তু তার একাধিক ঘনিষ্টজন এসবকে ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন। তবে তারা স্বীকার করেছেন যে, যুবরাজ ও লিন্ডসে পরস্পরে পরিচিত। এবং লিন্ডসের ঘনিষ্টদের একজন জানান, এ পর্যন্ত তাদের মধ্যে মাত্র একবার দেখা হয়েছে। ওই সাক্ষাৎ হয় বছরখানেক আগে ফর্মুলা ওয়ান এর একটি রেসে। গত বছর লিন্ডসে ঘোষণা দিয়েছেন তিনি সৌদি নারীদের নিয়ে একটা ফিল্ম করতে চান যার নাম হবে ‘ফ্রেইম’। ফিল্মটিতে সৌদি নারীদের সাংস্কৃতিক ভাবনা ও কর্মকাণ্ড তুলে ধরতে চান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


