সালোকসংশ্লেষণ কেবল সূর্যের আলোতেই হয়?

সালোকসংশ্লেষণ

ফটোসিনথিসিস শব্দটার মধ্যেই তোমার প্রশ্নের উত্তর রয়েছে। ফটো মানে আলো। আলোর সাহায্যে গাছের খাদ্য তৈরি করাই হলো সালোকসংশ্লেষণ। আলো ছাড়া সালোকসংশ্লেষণ হতে পারে না। সূর্যের আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালোভাবে ঘটে।

সালোকসংশ্লেষণ

এখন প্রশ্ন হলো সেই আলো কি শুধু সূর্যেরই হতে হবে? না, ঘরের বাতির আলোতেও চলে। তবে সেটা হতে হবে সালোকসংশ্লেষণের জন্য উপযুক্ত। গাছের সবুজ পাতায় থাকে ক্লোরোফিল। মাটি থেকে পানি, বাতাস থেকে কার্বন ডাই–অক্সাইড ও সূর্যের আলো থেকে শক্তি নিয়ে গাছ তার খাদ্য তৈরি করে।

সূর্যের আলোয় প্রচুর হলুদ রং থাকে। সেখানে সাত রঙের চমৎকার সমন্বয় ঘটে। এতে গাছের বৃদ্ধি ঘটে এবং গাছ ফুলে–ফলে শোভিত হয়। কৃত্রিম আলোয় যদি লাল ও নীল রশ্মি বেশি থাকে তাহলে তা সালোকসংশ্লেষণে বেশি কাজে দেয়। সালোকসংশ্লেষণের আরেকটি বড় উপকার রয়েছে।

এই প্রক্রিয়ায় বাতাসের কার্বন ডাই–অক্সাইড গাছ শুষে নেয় এবং অক্সিজেন মুক্ত করে বাতাসে ফিরিয়ে দেয়। বৈশ্বিক উষ্ণায়ন রোধে এর এক বিরাট ভূমিকা রয়েছে। এ জন্যই আমরা বনায়নের কথা বলি।