বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজান সালমান খান এখন ব্যস্ত তার আসন্ন তিন সিনেমা নিয়ে। সালমান ভক্তদের জন্য সুখবর—মাত্র ১১৩ দিনের ব্যবধানে তিনটি সিনেমায় দেখা যাবে সালমানকে। কাভি ঈদ কাভি দিওয়ালি, টাইগার থ্রি ও পাঠান সিনেমায় থাকবেন এ অভিনেতা।
শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা পাঠান মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারিতে। এ সিনেমার ক্যামিও চরিত্র থাকবেন সালমান খান। অনেক দিন পর একসঙ্গে পর্দায় দেখা যাবে সালমান আর শাহরুখকে। অন্যদিকে পাঠান মুক্তির কয়েক সপ্তাহ আগে চলতি বছরে মুক্তি পাবে সালমান খান অভিনীত সালমানের পারিবারিক গল্পের সিনেমা কাভি ঈদ কাভি দিওয়ালি। এ অভিনেতার জন্মদিন উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে চলেছে এ বছরের ৩০ ডিসেম্বর।
সালমানের অন্যতম সেরা অ্যাকশন সিনেমা টাইগার। যার সিক্যুয়াল টাইগার থ্রি আসতে চলেছে ২১ এপ্রিল ২০২৩ সালে। ঈদ উৎসবকে কেন্দ্র করেই সিনেমাটি ওই সময়ে মুক্তি পাবে। টাইগার থ্রির টিজার প্রকাশ করার পরই যেন অপেক্ষা শুরু করেছে সালমান ভক্তরা। টাইগার থ্রিতে সালমান খানের বিপরীতে থাকবেন ক্যাটরিনা কাইফ। শাহরুখ ভক্তদের জন্য সুখবর, টাইগার থ্রির বিশেষ একটি চরিত্রে থাকবেন শাহরুখ খান।
সালমান খান যে এ ১১৩ দিন বক্স অফিস মাতিয়ে রাখবেন, সেটি দর্শকের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট।
২০২০ সালে বিশ্বজুড়ে কভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ায় ভাইরাসের বিস্তার রোধে ভারতের প্রেক্ষাগৃহগুলো বন্ধ রাখা হয়েছিল। ২০২১ সালের শেষ দিকে করোনাভাইরাসের প্রকোপ কমলে খুলতে শুরু করে প্রেক্ষাগৃহগুলো। আর এ দুই বছরে বক্স অফিসে পাকাপাকিভাবে স্থান করে নিয়েছে ওটিটি প্লাটফর্ম।
বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে লকডাউনের সময়ে এ ডিজিটাল মাধ্যমে। তবে ভারতে প্রেক্ষাগৃহের আবেদন সবসময়ই ছিল এবং থাকবে, তার প্রমাণ মিলতে শুরু করে পুষ্পা আর গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সিনেমায়। সালমানের আসন্ন তিন সিনেমা যে বলিউডকে আরো চাঙ্গা করবে তা আর বলার অপেক্ষা রাখে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।