Advertisement
অর্থনীতি ডেস্ক : ভুয়া গ্রাহক ও ঋণ প্রদানের মাধ্যমে ৫ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৮৬১ টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি ব্যাংক লিমিটেডের সাবেক-বর্তমান কর্মকর্তা ও দুই গ্রাহককে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে পারস্পরিক যোগসাজশে অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোট ৫ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক সাহিদুর রহমান।
মামলায় আসামিরা হলেন- এনআরবি ব্যাংক লিমিটেডের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. সোহানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ বিন আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাহাত শামস, প্রোপাইটার অ্যান্ড চিপ সার্ভেয়ার জিওলোজাইস সার্ভে করপোরেশনের মো. মিজানুর রহমান কনক এবং প্রোপাইটার হৃদয় কনফেকশনারির শাহীন লতিফ (গ্রাহক)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।