সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে একটি গরুর খামারের মালিককে খুনসহ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার ইসমাইলসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-৪ (সিপিসি-২)।
রবিবার দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থানার খেজুরটেক, ধামরাইয়ের ছোট চন্দ্রাইল ও সাভারের ছায়াবীথি এলাকায় অভিযান তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ইসমাইল ওরফে ইমরান (৪০), মা. মাসুদ রানা (২৯), মো. ওবায়দুর (২২), মো. তাওহিদ (১৮), মো. সুমন (২৭), মো. মনু (৪৫), মো. সুরুজ মিয়া (৪৫) এবং মো. হাবিবুর রহমান হাবিব (৩২)।
সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪ (সিপিসি- ২) এর স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- মামলার এজাহার এবং গ্রেফতারকৃত ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১৭ আগস্ট মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ইসলামনগর গ্রামের মহর উদ্দীনের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত প্রবেশ করে। পরিবারে লোকজন টের পেয়ে চিৎকারের চেষ্টা করলে ডাকাত দল তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে গোয়াল ঘর হতে ৪টি গরু বের করে পিকআপে উঠাতে গেলে মহর উদ্দীন এবং তার বড় ছেলে ডাকাতদেরকে বাঁধা প্রদান করে। ডাকাত দল এতে ক্ষিপ্ত হয়ে ি মহর উদ্দীন এবং তার বড় ছেলেকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে গরুগুলোকে পিকআপে উঠিয়ে নিয়ে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন মহর উদ্দীন (৭০) ও তার বড় ছেলে নূর মোহাম্মদ বাবু (৩০) -কে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মহর উদ্দীনের অবস্থার অবনতি হলে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায়, ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। এরপর র্যাব-৪ এর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকান্ডসহ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত আসামিদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র্যাব-৪, সিপিসি-২, সাভার এবং সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল তথ্য-প্রযুক্তি এবং গোয়েন্দা সূত্রের ভিত্তিতে খুনসহ ডাকাতির মামলার পলাতক আসামিদের অবস্থান শনাক্ত হয়ে অভিযান পরিচালনা করে এবং ৮ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।
স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।