যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক পণ্যের মেলা ‘কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)’। লাস ভেগাস কনভেনশন সেন্টারে শুরু হতে যাওয়া পাঁচ দিনের এ মেলায় বরাবরের মতোই বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের হালনাগাদ প্রযুক্তির নতুন পণ্য উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবছর সিইএস মেলায় টেলিভিশন, ল্যাপটপ এবং স্মার্ট হোম প্রযুক্তিপণ্য গুরুত্ব পেলেও এ বছর মেলায় চমক দেখাতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির পণ্যগুলো। এবারের সিইএস মেলায় আসতে যাওয়া সম্ভাব্য প্রযুক্তি ও পণ্যগুলো দেখে নেওয়া যাক।
স্মার্ট হোম
এ বছরের সিইএস স্মার্ট হোম প্রযুক্তির মেলা হয়ে উঠবে বলে আশা করছেন অনেকে। বিশেষ করে স্মার্ট লক প্রযুক্তিতে বড় পরিবর্তন আসতে পারে এ বছর। এ ছাড়া স্মার্ট হোম নিয়ন্ত্রণে আসতে পারে স্পর্শনির্ভর ইন্টারফেসযুক্ত নতুন পণ্য। স্যামসাং ইতিমধ্যেই তাদের ‘স্ক্রিনস এভরিহয়্যার’ উদ্যোগ ঘোষণা করেছে, যেখানে প্রতিটি যন্ত্রের পর্দায় বিভিন্ন তথ্য দেখা যাবে। রোবোটিকসও বড় আলোচ্য বিষয় হয়ে উঠবে। নতুন প্রজন্মের রোবট ভ্যাকুয়াম ক্লিনার থেকে শুরু করে বাড়ির এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম—সবকিছুতেই এআই প্রযুক্তির দেখা মিলতে পারে।
গাড়ি
সিইএস মেলাকে সামনে রেখে গাড়ি নিয়ে এ বছর আলোচনা বেশ কম হচ্ছে। তবে সনি ও হোন্ডার যৌথ উদ্যোগে তৈরি আফিলা এবং বিএমডব্লিউর নতুন প্ল্যাটফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হতে পারে সিইএসে। এ ছাড়া জন ডিয়ার এবং ওশকোশের মতো বাণিজ্যিক যানবাহন নির্মাতারা বৈদ্যুতিক গাড়িতে ব্যাটারি ব্যবহারের নতুন প্রযুক্তি প্রদর্শন করতে পারে।
ল্যাপটপ
ল্যাপটপের ক্ষেত্রে এ বছর গ্রাফিকস প্রযুক্তির প্রাধান্য দেখা যেতে পারে। ল্যাপটপের পাশাপাশি এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের গ্রাফিকস কার্ড এবং এএমডির নতুন আরডিএনএ ৪ জিপিইউর ঘোষণা দেওয়া হতে পারে সিইএসে। এ ছাড়া ইন্টেলের নতুন অ্যারো লেক চিপসসহ গেমিং ল্যাপটপের হালনাগাদ সংস্করণেরও দেখা মিলতে পারে।
গেমিং পণ্য
সিইএস মেলায় নতুন প্রজন্মের জিপিইউ আনার ঘোষণা দিতে পারে এনভিডিয়া এবং এএমডি। এর পাশাপাশি এনভিডিয়া নিজেদের আরটিএক্স ৫০ সিরিজ কার্ডসহ নতুন ডিএলএসএস প্রযুক্তি উন্মুক্ত করতে পারে। এ ছাড়া নতুন নতুন গেমিং মনিটর এবং গেমিং যন্ত্রের চমকও দেখা যেতে পারে।
স্মার্ট গ্লাস
স্মার্টফোনকেন্দ্রিক মেলা না হলেও ফোনের বিকল্প হিসেবে স্মার্ট গ্লাস, ক্যামেরা এবং পর্দাবিহীন প্রযুক্তিপণ্যগুলো এবারের সিইএস মেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পরে। এর পাশাপাশি নতুন প্রযুক্তিনির্ভর স্মার্ট রিং, এআই ওয়্যারেবল এবং স্মার্ট গ্লাসেরও দেখা মিলতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।