আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতি নিয়ে তৎপর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিএনপি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর সঙ্গে বৈঠক করবে, যেখানে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান নেতৃত্বে প্রতিনিধি দল শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানায়, নির্বাচনী আসন পুনর্বিন্যাসসহ আসন্ন ভোটকে ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য এই বৈঠক আয়োজন করা হয়েছে।
অন্যদিকে, রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতারা বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।
এ বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনী প্রস্তুতি এবং আসন্ন নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বলে দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন জানিয়েছেন।
সেই দিন সন্ধ্যা ৬টায় একই স্থানে বৈঠক করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগের দিন মঙ্গলবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দলও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।