Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরে করোনাভাইরাস মোকাবেলায় দেশটির প্রধানমন্ত্রী লি হিসিয়েন লুং আজ মঙ্গলবার লকডাউনের মেয়াদ আগামী ১ জুন পর্যন্ত বাড়িয়েছেন। খবর দ্যা গার্ডিয়ান’র।
দেশটির প্রধানমন্ত্রী লি হিসিয়েন লুং বলেন, করোনা সংক্রমণ বাড়ছে। প্রতিদিন নতুন নতুন আক্রান্ত হচ্ছে। লকডাউনের কঠোরতা ভেঙ্গে পড়ায় এমন হচ্ছে। আমরা সকলেই এক সঙ্গে কাজ করছি।
তিনি বলেন, আপনি জানেন, মাত্র ১০ দিন আগে আমি যখন আপনাদের সঙ্গে শেষবার কথা বলেছিলাম তখন থেকে আমাদের আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরীক্ষা করে প্রায় সবগুলোই আমাদের অভিবাসী কর্মীদের ছাত্রাবাসগুলিতে শনাক্ত করা হয়েছে।
ওয়ার্ল্ডোমিটার থেকে জানা যায়, সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৯ হাজার ১২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১১ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।