জুমবাংলা ডেস্ক : বর্তমানে দেশের সিটি করপোরেশনগুলোর নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষের আগে ১৮০ দিনের মধ্যে ভোট আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। তবে এই নিয়মের পরিবর্তন এনে মেয়াদপূর্তির আগের ৯০ দিনের মধ্যে ভোট আয়োজনের পদক্ষেপ নিয়েছে সরকার। এজন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন সংশোধন করে তাতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রবিবার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া গ্রাম আদালতে জরিমানার পরিমাণ চারগুণ বাড়িয়ে ৩ লাখ করা হচ্ছে। এজন্য গ্রাম আদালত সংশোধন আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে সচিবালয়ে ফিরে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, করপোরেশনের মেয়াদ শেষে আগের ছয় মাসের (১৮০ দিন) মধ্যে নির্বাচন করতে হতো। এখন তিন মাসের (৯০ দিন) মধ্যে করতে হবে। আর শপথ নেওয়ার ১৫ কার্য দিবসের মধ্যে প্রথম বৈঠক করতে হবে।
কাউন্সিলরদের ছুটি কমানো হয়েছে জানিয়ে তিনি বলেন, আগে কাউন্সিলররা তিন মাস ছুটি ভোগ করতে পারতেন। এখন এটা কমিয়ে এক মাস করা হয়েছে। কোনো ওয়ার্ড কাউন্সিলর দেশের বাইরে থাকলে আগে পার্শ্ববর্তী ওয়ার্ড কাউন্সিলর দায়িত্ব পালন করতেন, এখন সংরক্ষিত কাউন্সিলর সেই দায়িত্ব পালন করবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো ব্যক্তি বা মালিকানায় কোনো রাস্তা, ডোবা নিজ উদ্যোগে পরিষ্কার না করা হলে জরিমানা করা যাবে। এজন্য সিটি করপোরেশন নির্দেশনা দেবে। নির্দেশনা না মানলে জরিমানা করা হবে।
তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন বৃষ্টির পানি নিষ্কাশনের কাজ করবে। আগে এটা ওয়াসার কাজ ছিল। আগে ওয়াসা স্যুয়ারেজ লাইন এবং বৃষ্টির লাইনের কাজ করত। সিটি করপোরেশন ছোট ছোট ড্রেনের লাইনের কাজ করত। এখন তারা বড় বড় লাইনের কাজও করবে।
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, গ্রাম আদালতের আর্থিক ক্ষমতা (জরিমানার করার ক্ষমতা) ৭৫ হাজার থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হচ্ছে। চেয়ারম্যানসহ পাঁচজনের সমন্বয়ে গ্রাম আদালত হয় জানিয়ে তিনি বলেন, কোনো সময় একজন অনুপস্থিত থাকলে আদালতের সদস্য সংখ্যা চারজন হয়ে যায়। এমন পরিস্থিতি হলে অনুপস্থিত যিনি ছিলেন তাকে উপস্থিত হতে সাতদিন সময় দেওয়া হবে। এর মধ্যে তিনি উপস্থিত না হলে তখন সিদ্ধান্ত গ্রহণের জন্য চেয়ারম্যানকে ক্ষমতা দেওয়া হবে।
মাহবুব বলেন, মামলার এক পক্ষ মারা গেলে মামলার ভবিষ্যৎ নিয়ে জটিলতা দেখা দেয়। এখন বলা হয়েছে, রায়ের আগে কোনো পক্ষের মৃত্যু হলে তার উত্তরাধিকারকে পক্ষ করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।