জুমবাংলা ডেস্ক : সরস্বতী পূজার কারণে নির্ধারিত ৩০ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ পেছানোর পর একে একে বদলে যাচ্ছে পূর্বনির্ধারিত অনেক কর্মসূচির তারিখ। এসএসি পরীক্ষার পর পিছিয়ে দেয়া হলো অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এর তারিখ।
নতুন সময়সূচি অনুযায়ী এবারের ‘বইমেলা’ শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি।
ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের জন্য রোববার (১৯ জানুয়ারি) বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সরস্বতী পূজার কারণে সিটি নির্বাচনের ভোটের তারিখ পেছানো হয়। একই সঙ্গে এসএসসি পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।