Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home বলিউড নায়কের সঙ্গে সিনেমায় তিশা, তবু কেন আড়ালে থাকছেন?
বিনোদন ডেস্ক
বিনোদন

বলিউড নায়কের সঙ্গে সিনেমায় তিশা, তবু কেন আড়ালে থাকছেন?

বিনোদন ডেস্কTarek HasanJuly 28, 20253 Mins Read
Advertisement

নাটকের অভিনেত্রী তানজিন তিশা টিভি ও ওটিটিতে সফল হলেও এখনো সিনেমায় অভিষেক হয়নি। এ মাধ্যমে বেশ কিছু কনটেন্টে তার উপস্থিতি দেখা গেছে। দর্শকপ্রিয়তাও পেয়েছেন। তার সমসাময়িক অনেক অভিনেত্রী সিনেমায় কাজ করলেও তিনি এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন।

তিশা

সিনেমা প্রসঙ্গে একাধিকবার গণমাধ্যমে জানান, পছন্দমতো গল্প পেলেই অভিনয় করবেন। এর মধ্যে অনেক প্রস্তাব তিনি পাচ্ছেন কিন্তু সেগুলো পছন্দ না হওয়াতে বড় পর্দার যাত্রা শুরু করতে পারছেন না। তবে কারা প্রস্তাব দিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য তিনি তখনো দেননি। বা নির্মাতাদের পক্ষ থেকেও কোনো তথ্য গণমাধ্যমে দেওয়া হয়নি। তাই নেটিজেনদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে আদৌ কি প্রস্তাব পাচ্ছেন এ নায়িকা? সে হিসাব তোলাই থাক।

সম্প্রতি জানা গেছে, কলকাতার একটি সিনেমায় যুক্ত হয়েছেন এ নায়িকা। টালিউড দিয়েই হতে যাচ্ছে তার বড় পর্দার অভিষেক। সিনেমার নাম ‘ভালোবাসার মরসুম’। পরিচালনা করবেন কলকাতারই নির্মাতা এম এন রাজ। এতে প্রধান চরিত্রেই থাকবেন তিশা। তার চরিত্রের নাম হিয়া। তিনি অভিনয় করবেন বলিউড অভিনেতা শারমান যোশির বিপরীতে। দুজনে স্বামী-স্ত্রী হয়ে ধরা দেবেন পর্দায়। এমনটাই কলকাতার গণমাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক।

একইসঙ্গে বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এ নিয়ে বেশ হইচই। কিন্তু যাকে নিয়ে এত আয়োজন, সেই ব্যক্তিই অর্থাৎ তানজিন তিশা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। সিনেমা নিয়ে বরাবরের মতো বাড়িয়েছেন দেশি গণমাধ্যমের সঙ্গে দূরত্ব। এ প্রসঙ্গে এখনো তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। দিতেও চান না।

ফলে প্রশ্ন জেগেছে, সত্যিই কি অভিনয় করছেন নাকি আলোচনায় থাকতেই ফাঁকা আওয়াজ দিচ্ছেন এ অভিনেত্রী। নিজেকে ‘সেইফ জোনে’ রাখতেই নিজে মুখে কুলুপ এঁটে, অন্য ব্যক্তিকে দিয়ে বলাচ্ছেন, বিষয়টি এ রকমই মনে করছেন নেটিজনরা। কারণ, এ সিনেমা নিয়ে গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে সংবাদ প্রচার হচ্ছে। কিন্তু এখনো অভিনেত্রীর কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না।

এদিকে অনেকেই বলছেন, বলিউড অভিনেতার বিপরীতে প্রথম সিনেমা করতে যাচ্ছেন এ অভিনেত্রী। এটি তার জন্য বড় একটি সুযোগ হতে যাচ্ছে। তবে এর উলটোদিকে তাকালে দেখা যায় শারমান যোশি অভিনেতা হিসাবে ভালো হলেও, তারকাখ্যাতির দিক থেকে তালিকার অনেক নিচে।

তা ছাড়া এ অভিনেতার একক সিনেমার সাফল্যও নেই বলিউডে। যেকটি সিনেমা সাফল্য পেয়েছে সেগুলোতে মূল নায়ক অন্য কেউ। তাই অভিনেতা হিসাবে শারমন যোশিকে বলিউডের প্রথম শ্রেণির তারকা বলা যায় না। যদি তার বিপরীতে অভিনয়ের জন্য তিশা বড় পর্দায় যাত্রা শুরুর আগেই নিজেকে নিজেই অন্যমাত্রায় নিয়ে যান বা গণমাধ্যমে সঙ্গে দূরত্ব তৈরি করেন, তাহলে সিনেমায় ক্যারিয়ারের শুরুতেই হোঁচট খাওয়ার মতোই কিছু ঘটাতে চলেছেন তিনি। বিষয়টি কিন্তু এমনও নয় যে, বলিউড কিং শাহরুখ খান বা সালমান খানের বিপরীতে তার অভিষেক হতে চলেছে।

অন্যদিকে এ সিনেমায় দেশের অভিনেতা খাইরুল বাসারের অভিনয় করার কথা ছিল। কিন্তু শিডিউল জটিলতার কারণ দেখিয়ে তিনি এ সিনেমা থেকে সরে এসেছেন। কারও কারও ধারণা, এ সিনেমা শারমান যোশি থাকার কারণে প্রচারণার দিক থেকে খায়রুল পিছিয়ে থাকবেন, বা তার চরিত্রে কাঁচি চালিয়ে দিতে পারেন নির্মাতা, এ আশঙ্কা থেকেই এ অভিনেতা ‘সম্মান’ থাকতেই কেটে পড়েছেন। তানজিনা তিশার চুপ থাকা ও খাইরুল বাসারের সিনেমা ছেড়ে দেওয়ার বিষয়গুলো কিসের ইঙ্গিত করছে? নেটিজেনরাও রয়েছে ধোঁয়াশায়। আদৌ কি এ সিনেমা হবে? হলেও বা এর ভবিষ্যৎ কী?

এদিকে তানজিন তিশার সিনেমায় যুক্ত হওয়ার সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে পরিচালক নিশ্চিত করে বলেন, ‘এই সিনেমার জন্য তিশার সঙ্গে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। তিনি বেশ আগে কলকাতায় এসেছিলেন, তখনই গল্প শুনেছেন। আমরা এগুলো নিয়ে এগোচ্ছিলাম। এবার বাংলাদেশে গিয়ে কিছুদিন আগে সাইনিং করে এলাম।’

সিনেমার গল্প প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা একদম রোমান্টিক প্রেমের সিনেমা। এখানে সম্পর্কের গল্প, বন্ধুত্বের গল্প, পরিবারের গল্প আছে। তানজিন তিশাকে নিয়ে পুরো সিনেমার গল্প অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্তই তিনিই রয়েছেন।’

এই দেশটা কারো বাপ-দাদার সম্পত্তি না : শবনম ফারিয়া

পরিচালকের তথ্যমতে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিং সিনেমাটির শুটিং শুরু হবে। চলবে টানা ২৩ দিন। এরপর অক্টোবর মাসে শুটিং হবে মুর্শিদাবাদে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bangladeshi actress Tollywood debut romantic bangla movie 2026 Tanjin Tisha film 2026 Tanzin Tisha Tanzin Tisha Bollywood debut Tanzin Tisha Kolkata Movie Tanzin Tisha Movie Tanzin Tisha new film Tanzin Tisha Sharman Joshi Tanzin Tisha Tollywood Tisha movie with Sharman Joshi Tisha new romantic movie Tollywood Bangla Movie আড়ালে, কেন খাইরুল বাসার তানজিন তিশা খাইরুল বাসার সিনেমা টালিউড সিনেমা ২০২৬ তবু তানজিন তিশা তানজিন তিশা ২০২৬ সিনেমা তানজিন তিশা OTT তানজিন তিশা অভিনয় তানজিন তিশা আপকামিং মুভি তানজিন তিশা আপডেট তানজিন তিশা কলকাতা সিনেমা তানজিন তিশা গুজব তানজিন তিশা টালিউড তানজিন তিশা নতুন খবর তানজিন তিশা নতুন সিনেমা তানজিন তিশা নায়িকা তানজিন তিশা নিউজ তানজিন তিশা প্রেমের সিনেমা তানজিন তিশা ফিল্ম ইন্ডাস্ট্রি তানজিন তিশা বড় পর্দা তানজিন তিশা বড় স্ক্রিন তানজিন তিশা মুখ খুললেন না তানজিন তিশা শারমান যোশি তানজিন তিশা শুটিং আপডেট তানজিন তিশা সিনেমা তানজিন তিশা হিয়া চরিত্র তিশা থাকছেন নায়কের নায়িকা তানজিন তিশা নতুন খবর বলিউড বিনোদন ভালোবাসার মরসুম রিলিজ ডেট ভালোবাসার মরসুম সিনেমা শারমান যোশি তানজিন তিশা সঙ্গে সিনেমায়,
Related Posts
স্বর্ণসহ গ্রেফতার অভিনেত্রী

১৪ কেজি স্বর্ণসহ গ্রেফতার অভিনেত্রী

December 21, 2025
১ হাজার কোটির পথে ‘ধুরন্ধর’

১৩ দিনেই হাজার কোটির পথে রণবীরের ‘ধুরন্ধর

December 21, 2025
chitrangada

আইটেম গান করলেও সেটা উপভোগ করেছি : চিত্রাঙ্গদা

December 20, 2025
Latest News
স্বর্ণসহ গ্রেফতার অভিনেত্রী

১৪ কেজি স্বর্ণসহ গ্রেফতার অভিনেত্রী

১ হাজার কোটির পথে ‘ধুরন্ধর’

১৩ দিনেই হাজার কোটির পথে রণবীরের ‘ধুরন্ধর

chitrangada

আইটেম গান করলেও সেটা উপভোগ করেছি : চিত্রাঙ্গদা

অ্যাভাটার

একইদিনে স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেল ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’

মালদ্বীপে বিলাসী অবসরে মেহজাবীন

স্বামীর সঙ্গে মালদ্বীপে বিলাসী অবসরে মেহজাবীন

মা হলেন ভারতী সিং

দ্বিতীয়বার মা হলেন ভারতী সিং

ঢাকায় মুক্তি পেল অ্যাভাটার

বিশ্বের সঙ্গে একই দিনে ঢাকায় মুক্তি পেল অ্যাভাটার

‘কেজিএফ’ নির্মাতার ছেলের মৃত্যু

লিফট দুর্ঘটনায় মারা গেছে কেজিএফ পরিচালকের চার বছরের ছেলে

হাদির মৃত্যুতে তারকাদের আবেগঘন পোস্ট

ওসমান হাদির মৃত্যু, তারকাদের হৃদয়স্পর্শী পোস্ট

শাহরুখ কন্যা সুহানা

শাহরুখ কন্যা সুহানার কেমন পুরুষ পছন্দ? জানালেন অভিনেত্রী নিজেই

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.