ভারতের বিনোদন ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ নিয়ে অভিযোগের শেষ নেই। সেটা বলিউড, দক্ষিণী, মালায়লাম কিংবা বাংলা ইন্ডাস্ট্রি হোক। গত বছর প্রকাশিত হেমা কমিটির রিপোর্টে নারীশিল্পীদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার বিবরণ সবাইকে অবাক করেছে। এরপর কাস্টিং কাউচের শিকার অনেক অভিনেত্রী এ বিষয়ে কথা বলেছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কীর্তি কুলহারি।
তিনি সাফ জানিয়ে দিলেন, ‘কাস্টিং কাউচ-এ ভয় নেই, ওটা তো আমাদের ইন্ডাস্ট্রিতে ডালভাতের মত বিষয়!’
কীর্তি নিজেও এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। অভিনয় জীবনের একেবারে শুরুর দিকে একটি দক্ষিণী সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। সিনেমা নিয়ে প্রযোজকের সঙ্গে কথাও বলছেন। নানা কথার ফাঁকে আচমকাই প্রযোজক তাকে কুপ্রস্তাব দেন।
ইঙ্গিত দিয়ে বোঝান, সিনেমার বিনিময়ে প্রযোজকের সব প্রস্তাবে রাজি হতে হবে। সঙ্গে সঙ্গে অভিনেত্রী পাল্টা প্রশ্ন করেন, “একেই কি কাস্টিং কাউচ বলে? আমি কি কাস্টিং কাউচের শিকার?’ মজার বিষয়, প্রযোজক বিষয়টি স্বীকারও করেছেন।”
অভিনেত্রী জানান, তিনি নাকি ভেতরে ভেতরে হেসে ফেলেছিলেন। কোনও মতে হাসি চেপে জানিয়েছিলেন, তিনি একটুও অবাক হননি, ভয়ও পাননি। কারণ, তিনি ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই এই শব্দবন্ধের সঙ্গে ভীষণভাবে পরিচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।